ফরেস্ট রেঞ্জারের ঘরে হানা দিতেই বেরিয়ে এল থরে থরে নোটের বান্ডিল

ফরেস্ট রেঞ্জারের ঘরে হানা দিতেই দুর্নীতির গন্ধ। একটু তল্লাশির পরেই বেরিয়ে এল একের পর এক নোটের বান্ডিল। যা দেখে তদন্তকারী দলের প্রতিনিধিদের চোখ কপালে উঠেছে।…

ফরেস্ট রেঞ্জারের ঘরে হানা দিতেই দুর্নীতির গন্ধ। একটু তল্লাশির পরেই বেরিয়ে এল একের পর এক নোটের বান্ডিল। যা দেখে তদন্তকারী দলের প্রতিনিধিদের চোখ কপালে উঠেছে। বৃহস্পতিবার হাতেহাতে পাকড়াও করা হয়েছে অভিযুক্ত ফরেস্ট রেঞ্জারকে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) পশ্চিম সিংভূম অঞ্চলে।

সংবাদ মাধ্যমে প্রকাশ, দুর্নীতি দমন শাখার আধিকারিকরা এক ফরেস্ট রেঞ্জারের ঘরে হানা দিয়েছিলেন। সেখানে তল্লাশির পর পাওয়া গিয়েছে প্রায় ৯৯ লক্ষ টাকা। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ নেওয়ার মুহূর্তে ফরেস্ট অফিসার ধরা পড়েছেন বলে খবর।

প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে যে উক্ত ফরেস্ট রেঞ্জার ঘুষ নিচ্ছেন এমন অভিযোগ এসে পৌঁছেছিল দুর্নীতি দমন শাখায়। এরপরেই পরিকল্পনা করে অভিযান শুরু করেছিলেন আধিকারিকরা। অভিযুক্ত ফরেস্ট রেঞ্জারের নাম বিনয় কুমার। সেই সঙ্গে অভিযুক্ত তাঁর কম্পিউটার পরিচালক মণীশ পোদ্দার। দু’জনকেই হাতেনাতে ধরা গিয়েছে।

গণেশ প্রামাণিক নামের এক ব্যক্তি দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করেছিলেন। এরপর নড়েচড়ে বসেছিলেন আধিকারিকরা। অভিযান চালানো হয়েছিল ডিএসপি তিরকের নেতৃত্বে। রেঞ্জারের ঘর থেকে উদ্ধার করা হয়েছে ৯৯ লক্ষ ২ হাজার ৫৪০ টাকা।