হায়দরাবাদকে কিরিয়াকুর চ্যালেঞ্জ- ‘ঝুঁকেগা নেহি শালা’

Charalambos Kyriakou challenge to Hyderabad

হায়দরাবাদ এফসি ম্যাচের আগে স্বস্তির খবর সামনে এসেছে ইস্টবেঙ্গল ভক্তদের কাছে। ভ্রু’রুর চোট সারিয়ে টিমের সঙ্গে হায়দরাবাদ উড়ে যেতে সম্পূর্ণ ফিট চ্যারিস কিরিয়াকু (Charalambos Kyriakou)।

সাইপ্রাসের ফুটবলার কিরিয়াকুর চোট নিয়ে দুশ্চিন্তায় ছিল তার দল এবং সমর্থকরা।কিন্তু বৃ্হস্পতিবার ইস্টবেঙ্গল এফসির টুইটার পেজে ফুটবলার চ্যারিস কিরিয়াকুর ভ্রু’রু থেকে ব্যান্ডেজ সরিয়ে নেওয়ার ছবি ভাইরাল হতেই ভক্তদের মধ্যে কৌতুহল জেগেছে তাহলে কি নিজামর্সদের বিরুদ্ধে মাঠে খেলতে দেখা যাবে কিরিয়াকুকে।

   

গুরুতর চোট পাওয়ার পরেও প্র‍্যাকট্রিসে ফাঁকি দিতে দেখা যায়নি এই ফুটবলারকে।মুখে বিশেষ ধরনের মাস্ক পরেই দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে।নিজেকে তিল তিল করে ম্যাচ ফিট করে তুলেছেন।তাই সম্ভাবনা রয়েছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে খেলতে দেখা যেতে পারে ইস্টবেঙ্গল ডিফেন্ডার চ্যারিস কিরিয়াকুকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন