East Bengal Club : ইতিমধ্যে হয়তো সই চূড়ান্ত হয়েও গিয়েছে, ২ তারিখ শুধু ঘোষণা

সুখবর আসা শুধু সময়ের অপেক্ষা। তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে। আগামী ২ আগস্ট সরকারীভাবে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) ও ইমামির মধ্যে সই সংবাদ পাওয়া যাবে।…

east-bengal-club

সুখবর আসা শুধু সময়ের অপেক্ষা। তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে। আগামী ২ আগস্ট সরকারীভাবে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) ও ইমামির মধ্যে সই সংবাদ পাওয়া যাবে।

আগস্টের দুই তারিখে ইস্টবেঙ্গল সমর্থকরা পেতে চলেছেন বহু প্রতীক্ষিত খবর। তবে ফুটবল মহলে গুঞ্জন, সই হয়তো ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। ২ তারিখে হয়তো শুধু পাকাপাকিভাবে ঘোষণা করা হবে। পয়লা আগস্ট ইস্টবেঙ্গল দিবস। সেই বিশেষ দিনের কথা মাথায় রেখেই সম্ভবত দুই তারিখের কথা বলা হয়েছে।

   

ইতিমধ্যে সই চূড়ান্ত হয়ে গিয়েছে এমনটা কেন মনে করা হচ্ছে? এর একটা বড় কারণ কোচ নিয়োগ করা। কলকাতা ফুটবল লিগের আগে দুই কোচ নিশ্চিত হয়েছে বলে জানা গিয়েছে। একজন কেরালার বিনো জর্জ। অন্যজন স্টিফেন কনস্টান্টাইন। দুজনেই পেশাদার কোচ। হাতের তালুর মতো চেনেন ভারতীয় ফুটবল।

বিনো জর্জ-এর থেকেও স্টিফেন কনস্টান্টাইনের নিয়োগ আরও বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। কারণ উনি দীর্ঘ দিন ঘরে ফুটবলের সঙ্গে যুক্ত। পেশাদার। দেশে, বিদেশে কোচিং করিয়েছেন। এই অবস্থায় প্রশ্ন, সই চূড়ান্ত না হলেও উনি কি রাজি হতেন? সম্ভাবনার দিকে তাকিয়ে ফুটবল মাঠের অভিজ্ঞদের একাংশের মতে, এখন থেকেই নিশ্চিত রজনী যাপন করতে পারেন লাল হলুদ সমর্থকরা।