SSC Scam: প্রাক্তন পর্ষদ সভাপতিকে গ্রেফতারের সম্ভাবনা

এসএসসি দুর্নীতি তদন্তে (SSC Scam) তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা৷ শুক্রবারের ২২ কোটির পর বুধবার…

Manik Bhattacharya

এসএসসি দুর্নীতি তদন্তে (SSC Scam) তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা৷ শুক্রবারের ২২ কোটির পর বুধবার টাকার অঙ্ক ৪০ কোটি পার করেছে। অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে ইডির কঠিন প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সূত্রের খবর, ইডির কড়া প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্য, তাতেই বাড়ছে গ্রেফতারের সম্ভাবনা৷

২২ তারিখ রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি৷ অভিযান চলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতেও৷ সেদিনেই একাধিক তথ্য হাতে পায় ইডি৷ এদিন বেলা ১২ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল মানিক ভট্টাচার্যের। এদিন সময়ের আগেই পৌনে ১০ টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেন তিনি৷

ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তাঁর বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক নথি৷ সূত্রের খবর, সমস্ত কিছুকে সামনে রেখেই চলছে জিজ্ঞাসাবাদ৷

কেন মুখ্যমন্ত্রীকে সামলে রাখার ইঙ্গিত দিলেন সিপিআইএম সাংসদ-আইনজীবী বিকাশরঞ্জন ?

পড়ুন: SSC Scam: আপনাদের আরাধ্য দেবীকে একটু সামলে রাখবেন, বিকাশের ইঙ্গিতে তৃণমূল ভীত

এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল বিধায়কের। পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট৷ আদালতের নির্দেশে একাধিকবার সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে৷ তবে কী এবার দীর্ঘ জিজ্ঞাসাবাদে বাড়ছে মানিক ভট্টাচার্যের গ্রেফতারের সম্ভাবনা? উঠছে প্রশ্ন