Emami East Bengal : সাইড ব্যাক সমস্যা মেটানোর পথে ইস্টবেঙ্গলর

Lalchungnunga

ঝড়ের গতিতে দল গোছানোর চেষ্টা করছে ইমামি-ইস্টবেঙ্গল (Eamami east bengal)। প্রতিভাধর ফুটবলার দলে নেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছে টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, এক তরুণ মিজো ফুটবলারকে সই করানোর খুব কাছে রয়েছে লাল হলুদ শিবির।

Advertisements

আরও পড়ুন: Amarjit Singh Kiam: ইস্টবেঙ্গলেই থেকে গেলেন অমরজিত সিং কিয়াম

একুশ বছর বয়সী লালচুংনুঙ্গা মূলত রাইট ব্যাকের ফুটবলার। তবে আধুনিক ফুটবলে সাইড ব্যাককেও ওভারল্যাপে ওপরে উঠে আসতে হয়। লালচুংনুঙ্গা আইজলের খেলোয়াড়। পাহাড়ি ফুটবলাররা গতির জন্য প্রসিদ্ধ। ইনিও ব্যতিক্রমী নন। স্রেফ গতির সাহায্যে রক্ষণ ও আক্রমণের মধ্যে সেতু বন্ধন করতে সুবিধা হতে পারে এই মিজোর।

আরও পড়ুন: East Bengal : রেকর্ড অর্থে ফুটবলার সই করানোর পথে ইস্টবেঙ্গল

Advertisements

২০১৯ সালে আইজল থেকে যুব কেরিয়ার শুরু হয়েছিল লালচুংনুঙ্গার। পেশাদার সিনিয়র কেরিয়ারও এই আইজল ফুটবল দলের হয়ে। ২০২১ সালে তিনি যোগ দিয়েছিলেন শ্রীনিডি ডেকানে। দুই ক্লাবেই খেলেছেন সুনামের সঙ্গে। রক্ষণের খেলোয়াড় হলেও প্রতিপক্ষের তেকাঠি চেনেন। যার ফলে আই লিগে তাঁর নামের পাশে রয়েছে গোল।

আরও পড়ুন: East Bengal: এই তারকা ফুটবলারকে দলে পেতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ইস্টবেঙ্গল

ফুটবল মহলে অনেকেই ধরে নিচ্ছেন ইমামি-ইস্টবেঙ্গলে নিশ্চিত হয়েই গিয়েছেন লালচুংনুঙ্গা। আই লিগে সুনামের সঙ্গে খেলা এই ফুটবলার কলকাতার মাঠে কতোটা মানিয়ে নিতে পারবেন এখন সেটাই দেখার। কারণ, ময়দানের অভিজ্ঞরা জানেন, কলকাতায় বড় ক্লাবের চাপ সামলাতে না পেরে অনেক তরুণ প্রতিভাই হারিয়ে গিয়েছেন অচিরে।