Mohun Bagan Attack: পুরো তুফান! মোহনবাগানের আক্রমণভাগে দিমি-জেমি-জেসন?

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে বাড়তে চলেছে আরো স্টার-পাওয়ার? দল বদলের জল্পনা তো তেমনই। এবারের মরসুমের থেকে আসন্ন মরসুমেও মোহনবাগান সুপার জায়ান্টের স্কোয়াড হতে পারে…

Dimitri Petratos, Jamie Maclaren, and Jason Cummings

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে বাড়তে চলেছে আরো স্টার-পাওয়ার? দল বদলের জল্পনা তো তেমনই। এবারের মরসুমের থেকে আসন্ন মরসুমেও মোহনবাগান সুপার জায়ান্টের স্কোয়াড হতে পারে আরো হাইপ্রোফাইল।

চলতি মরসুমের জন্য জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুকে সামনে রেখে আক্রমণভাগ সাজিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। জেসন চলতি ইন্ডিয়ান সুপার লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন। সাদিকুকে বলার মতো বিশেষ কিছু নেই. লিগে করেছেন মাত্র ৮ টি গোল। আগামী মরসুমে এই দুই তারকাকে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট রাখবে কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।

   

মনে করা হচ্ছে, জেসনকে শেষ পর্যন্ত রেখে দেওয়া হলেও বিদায় জানানো হতে পারে আর্মান্দো সাদিকুকে। সাদিকু না থাকলে আক্রমণভাগে অন্য একজন বিদেশি ফুটবলারকে হয়তো নেমে মোহনবাগান। দোল বদলের বাজারে জল্পনা, আক্রমণভাগের ক্ষমতা আরো বৃদ্ধি করানোর জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বাগান। জেমি ম্যাকলারেনকে নিয়ে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে খুব জল্পনা চলছে। অস্ট্রেলিয়ান লিগের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার এই জেমি ম্যাকলারেন।

তাঁকে দলে নেওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট ঝাঁপিয়েছে বলে শোনা যাচ্ছে। বাগান ছাড়াও ম্যাকলারেনকে দলে নেওয়ার জন্য আরো একাদিক ক্লাব চেষ্টা চালাচ্ছে বলেও মনে করা হচ্ছে। তবে এটুকু অনেকেই জোর দিয়ে বলছেন, মোহনবাগানে ম্যাকলারেন যোগ দিলেও দিতে পারেন, সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণভাগ হতে পারে দিমি পেত্ৰাতস, জেসন কামিন্স ও জেমি ম্যাকলারেনকে সামনে রেখে।