Mumbai City FC Coach: আইএসএল ফাইনালের আগে কী বলছেন ক্র্যাটকি? জানুন

ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে মানালো মার্কেজের এফসি গোয়াকে পরাজিত করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম লেগের ম্যাচের মাঝামাঝি সময় পর্যন্ত ব্রান্ডনদের করা গোলে…

Image of Mumbai City FC Coach Petr Kratky, a man wearing a team tracksuit and cap, standing on a football field with a determined expression

ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে মানালো মার্কেজের এফসি গোয়াকে পরাজিত করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম লেগের ম্যাচের মাঝামাঝি সময় পর্যন্ত ব্রান্ডনদের করা গোলে গোয়া শিবির এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি। পেরেরা দিয়াজের পাশাপাশি ছাংতের মতো ফুটবলারদের করা গোলে অনায়াসেই জয় নিশ্চিত করেছিল গতবারের শিল্ড জয়ীরা।

তারপর নিজেদের ঘরের মাঠে অর্থাৎ মুম্বাই এরিনাতেও আসে সাফল্য। পুরনো ছন্দ বজায় রেখেই সেই ম্যাচে ব্যবধান বাড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মুম্বাই। এবার আর একটা ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান সুপারজায়ান্টস।

   

ম্যাচটা যে খুব একটা সহজ নয় তা ভালো মতোই জানেন প্রতিপক্ষ দলের সকলে। তবুও এই ম্যাচে নামার আগে যথেষ্ট সাবধানি মুম্বাই দলের কোচ পেট্রো ক্র্যাটকি। তিনি বলেন, ষাট হাজার মানুষের সামনে এই ম্যাচ যথেষ্ট জমজমাট হতে চলেছে। মোহনবাগান সুপারজায়ান্টস কত ভালো দল সেটা আমরা সবাই জানি। পাশাপাশি এটাও জানি যে আমাদের এখন কী কী করতে হবে। পূর্বে আমরা যে সমস্ত ভুল করেছি সেগুলি সংশোধন করাই অন্যতম লক্ষ্য। আগত ফাইনাল ম্যাচে আমরা আরো উন্নত ফুটবল খেলার চেষ্টা করবো। সেই ম্যাচে একেবারে অন্যরকম মুম্বাই সিটিকে দেখতে পাবে সকলে। অর্থাৎ প্রতিপক্ষ দলকে সমীহ করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী ক্র্যাটকি।

উল্লেখ্য, সপ্তাহ কয়েক আগেই এবারের আইএসএলের শিল্ড জয়ের ম্যাচে কলকাতা ময়দানের এই প্রধানের কাছে পরাজিত হয়েছিল রাহুল ব্রিগেড। এবার সেই পরাজয়ের জ্বালা মেটাতে চাইবে মুম্বাই।