Durand Cup অভিযানকে হয়তো খুব একটা হালকা করে দেখছে না মোহন বাগান সুপার জায়ান্ট। জুনিয়র ফুটবলাররা আগেই দেখিয়ে দিয়েছেন ফর্মে থাকলে তারা কী করতে পারেন। জুনিয়র ফুটবলারদের পাশাপাশি সিনিয়র প্লেয়ারদের দেখে নেওয়া জরুরি। কারণ সিনিয়র এক খেলতে যাবেন AFC টুর্নামেন্ট। খাতায় কলমে দল যতই মজবুত হোক না কেন, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া না থাকলে ভালো ফুটবল খেলা অসুবিধার হতে পারে।
Durand Cup হোক কিংবা অন্য কোনো টুর্নামেন্টের খেলা। বড় ম্যাচ হলে আমেজ বদলে যায় একেবারেই। বড় ম্যাচ মানে ডার্বি, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। আগামী ১২ আগস্ট মোহন বাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। ইতিমধ্যে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা রয়েছে তুঙ্গে। টিকিটের জন্য পড়েছে হাহাকার। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কোন দলে কোন ফুটবলারকে দেখা যেতে পারে।
Durand Cup-এর ম্যাচের আগে ফুটবলারের নাম নথিভুক্ত করতে হয়। এই নিয়মটাই সাসপেন্স আরও বাড়িয়েছে। বিশেষত মোহন বাগান সুপার জায়ান্ট এ মরসুমে যে দল গঠন করছে সে এক কথায় তারকা খচিত। খাতায় কলমে ইস্টবেঙ্গলের স্কোয়াডের থেকে এগিয়ে থাকবে মোহন বাগান সুপার জায়ান্টের স্কোয়াড। কিন্তু যদি ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলারদের বিরুদ্ধে বাগানের জুনিয়ররা খেলতে নামেন?
সম্প্রতি যা কানাঘুষো জুনিয়র বনাম সিনিয়র হয়তো পুরোদস্তুর হবে না। বরং নিজেদের প্রস্তুতি আরও ভালো করে সেরে নিতে নামকরা বিদেশি ফুটবলারকেও বাগান কোচ মাঠে নামিয়ে দিতে পারেন বলে অনেকে আশা করছেন। আজ থেকে মোহনবাগান ক্লাব তাঁবু থেকে শুরু হয়েছে জার্সি বিক্রির প্রক্রিয়া। ক্লাবের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, জেসন কামিংস, আর্মন্দো সদিকুদের মাঠে নামিয়ে দিতে পারেন মোহন বাগান সুপার জায়ান্ট কোচ।