Mohun Bagan SG: রিজার্ভ বেঞ্চে এক সঙ্গে হুয়ান-হাবাস?

AFC প্রতিযোগিতার কথা মাথায় রেখে এবারের দল গঠন করছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। স্কোয়াডে ইতিমধ্যে তারকার ছড়াছড়ি।

Antonio Lopez Habas, Juan Ferrando

AFC প্রতিযোগিতার কথা মাথায় রেখে এবারের দল গঠন করছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। স্কোয়াডে ইতিমধ্যে তারকার ছড়াছড়ি। আগামী দিনে আরো ভারী হতে পারে দল। তারকাদের সামলানোর জন্য কোচিং স্টাফেও বড় বড় নাম। ক্লাবে এক সঙ্গে কাজ করবেন ইন্ডিয়ান সুপার লীগ জয়ী দুই কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এবং হুয়ান ফেরান্দো৷

কলকাতা ফুটবল লীগে ঝড় তুলেছে মোহন বাগান সুপার জায়ান্ট। দুই ম্যাচে ৮ গোল করেছে দল। কলকাতা লীগ খেতাব জয়ের ব্যাপারে ফেভারিট মোহনবাগানের বি টিম। বিদেশি বিহীন সবুজ মেরুন ব্রিগেড যেভাবে খেলা শুরু করেছে তাতে সিনিয়র দলের প্রতি প্রত্যাশা আরও বাড়বে বৈ কমবে না। কলকাতা ফুটবল লীগের পরেই রয়েছে ডুরান্ড কাপ।

আগে শোনা গিয়েছিল, AFC প্রতিযোগিতার আগে ডুরান্ড কাপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে মোহন বাগান সুপার জায়ান্ট। দেশের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টকে প্রস্তুতি পর্ব হিসেবে বেছে নিতে পারে বাগান। দলে এসেছেন একাধিক তারকা বিদেশি ফুটবলার। তাদেরকেও মাঠে দেখে নেওয়া জরুরি। সবুজ মেরন জনতার পাশপাশি সবুজ মেরুন ব্রিগেডের দিকে চোখ রাখবেন দেশের আপামর ফুটবল প্রেমী মানুষ।

শুধু মাঠে নয়, সমর্থকদের চোখ থাকবে মাঠের বাইরেও। কারণ এবার এক সঙ্গে কাজ করবেন হুয়ান এবং হাবাস। দুজনেই অভিজ্ঞ কোচ, জিতেছেন ইন্ডিয়ান সুপার লীগ খেতাব। তবে সাইড লাইনের ধারে দুজনের শরীরী ভাষা দুরকম। দুই হাই প্রোফাইল কোচ কি এক সঙ্গে নির্বিঘ্নে কাজ করতে পারবেন? এই প্রশ্ন রয়েছে। সেই সঙ্গে অনেকের অনুমান, ডুরান্ড কাপে হুয়ান, হাবাস দুজনেই থাকতে পারেন দলের বেঞ্চে।