Durand Cup:: মুম্বইর কাছে হেরে গেল মহামেডান স্পোটিং

ডুরান্ড কাপের সেমিফাইনালে এসে মুম্বই সিটি এফসির কাছে হেরে গেল মহামেডান স্পোটিং ক্লাব (Durand Cup)। ৯১ মিনিটে বিপিনের করা গোলে মুম্বই সিটি এফসি ১৩১ তম…

Mohammedan SC lost to Mumbai

ডুরান্ড কাপের সেমিফাইনালে এসে মুম্বই সিটি এফসির কাছে হেরে গেল মহামেডান স্পোটিং ক্লাব (Durand Cup)। ৯১ মিনিটে বিপিনের করা গোলে মুম্বই সিটি এফসি ১৩১ তম ডুরান্ড কাপের ফাইনালে চলে গেল।

প্রথমার্ধে মহামেডান ডমিনেট করেছিল মুম্বইকে।ম্যাচের ৬০ মিনিটে সাদা কালো শিবিরের গোলকিপার মাওইয়ার বিশ্বমানের গোল সেভ তাতিয়ে তুলেছিল ব্ল্যাক প্যাহ্নর্সদের।মুম্বইর ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট বিশ্বাস করে উঠতে পারেননি মাওইয়া ওই শট সেভ করতে পারবেন।যুবভারতী ক্রীড়াঙ্গন সাক্ষী থাকলো দুরন্ত ব্লিড আপ প্লে’র দৌলতে।

১৪ মিনিটে, মহামেডানের অভিষেকের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়।প্রথমার্ধের শেষ ১০ মিনিটে মুম্বই সিটি এফসি গোলের জন্য ঝাঁপালেও গোলের লকগেট খুলতে পারেনি।খেলার ৬৪ মিনিটে মহামেডান স্পোটিং ক্লাব ম্যাচে গোলের সেরা সুযোগ পায়।মহামেডান অধিনায়ক মার্কাস জোসেফ অসাধারণ ফ্রিকিক থেকে নেওয়া শট সাইড নেটে গিয়ে লাগে।

৯১ মিনিটে বিপিন থুনজামের গোল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। ছঙতের পাস থেকে বিপিনের করা গোলে মুম্বই সিটি এফসির গোল খেলার শেষ মুহুর্তে সাদা কালো শিবিরের সমর্থকদের প্রত্যাশাতে পুরো জল ঢেলে দেয়।

গোটা ডুরান্ড কাপে অপরাজিত থেকে সেমিফাইনালে এসে আন্দ্রে চেরনশিভের ছেলেদের ছিটকে যাওয়া নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। চলতি এই টাইটেলশিপের প্রবল দাবিদার ছিল ব্ল্যাক প্যাহ্নর্সরা।

গ্রুপে শুধুমাত্র বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র, নক আউটে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জোড়া গোল নাইজেরিয়া ফুটবলার আবিওলা দাউদার, সেখ ফৈয়াজদের লড়াই মাঠে এসে শেষ মুহুর্তে মাড়া গেল। দীর্ঘ ৪০ বছর পর সাদা কালো ব্রিগেডের তাবুতে কলকাতা লীগ ঢুকেছিল। তাই সমর্থকদের গগনচুম্বী প্রত্যাশা ছিল প্রিয় দলকে নিয়ে। কিন্তু বুধবার সন্ধ্যেতে দুরন্তভাবে লড়েও ০-১ গোলে হেরে গিয়ে ডুরান্ড কাপ থেকে ছিটকেই গেল মহামেডান স্পোটিং ক্লাব, মুম্বই সিটি এফসির কাছে৷