Federico Gallego: সবুজ-মেরুন শিবিরে যোগ দিয়েই ‘বিস্ফোরক’ গ‍্যালেগো

এটিকে মোহনবাগান দলে জনি কাউকোর পরিবর্ত ফুটবলার হিসেবে যোগদান করেছেন ফ্রেডরিকো গ‍্যালেগো (Federico Gallego)। গ‍্যালেগোর ভারতের প্রতি ভালোবাসা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। তিনি নর্থইস্ট ইউনাইটেডে…

Federico Gallego

এটিকে মোহনবাগান দলে জনি কাউকোর পরিবর্ত ফুটবলার হিসেবে যোগদান করেছেন ফ্রেডরিকো গ‍্যালেগো (Federico Gallego)। গ‍্যালেগোর ভারতের প্রতি ভালোবাসা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। তিনি নর্থইস্ট ইউনাইটেডে খেলাকালীণ এবিষয় একটি বিবৃতি’ও দিয়েছিলেন।

এটিকে মোহনবাগানে যোগদান করার পর গ‍্যালেগো জানিয়েছেন, ” নতুন একটা জার্নি শুরু করছি।মেরিনার্সদের সাথে নতুন ভাবে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত এবং গর্বিত আমি।সকল মেরিনার্সদের সাথে দেখা করার জন্যে মুখিয়ে আছি আমি।” গ‍্যালেগো খুবই কোয়ালিটির প্লেয়ার, তাই সবুজ মেরুন জার্সি গায়ে প্রত‍্যাশিত ভাবে ভালো খেলবেন তিনি।এটাই আশা রাখা যায়।

ইতিমধ্যে গ‍্যালেগো,স্লাভকো এবং পুইতিয়া কে দলে কনফার্ম করে নিয়েছে এটিকে মোহনবাগান,সেটা আমরা জেনেছি।এছাড়া রিজার্ভ দলের জন্যে ইন্ডিয়ান অ্যারোজ থেকে মোট ছয় জন ফুটবলারকে দলে নিয়েছে সবুজ মেরুন শিবির সেটাও জেনেছি আমরা।এই ছয় যুব ফুটবলার যদি ভালো পারফরম্যান্স জারি রাখে তবে তাদের মেন স্কোয়াডেও সুযোগ করে দিতে পারে সবুজ শিবির।

Federico Gallego

এছাড়া আরো দুই তিন ভারতীয় ফুটবলারকে মূল দলের জন্যে নিতে চাইছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।তাদের টার্গেটে থাকা দুই ফুটবলারের মধ্যে আছে পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের দুই ফুটবলার,তাদের মধ্যে একজন হলেন চলতি মরশুম দুর্দান্ত ফুটবল খেলা নাওরেম মহেশ সিং।এখনও অবধি ইস্টবেঙ্গলের হয়ে ১০ টা ম‍্যাচ খেলে একটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন এই ফুটবলার।ইতিমধ্যে ইস্টবেঙ্গল দলের ‘অ্যাসিস্ট কিং’ হয়ে উঠেছেন এই নাওরেম মহেশ।দ্বিতীয় ফুটবলারটি হলেন বাইশ বছর বয়সী ভারতের রাইটব‍্যাকের ফুটবলার মহম্মদ রাকিব।অবশ্য রাকিব এখনও অবধি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে একটিও ম‍্যাচে খেলার সুযোগ পাননি।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এটিকে মোহনবাগানের র‍্যাডারে আছে ইস্টবেঙ্গলের এই দুই ভারতীয় ফুটবলার।এখন দেখার বিষয় এই দুই ফুটবলার ক্লাবের তরফে কোনও প্রস্তাব পান কিনা।আর প্রস্তাব দিলেও এই দুই ফুটবলার ইস্টবেঙ্গল ছেড়ে এটিকে মোহনবাগানে যোগ দেন কিনা,সেটাও দেখার ব‍্যাপার।