Durand Cup: মাটি হতে পারে ডার্বি!

Durand Cup-এর ডার্বি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে কলকাতার ফুটবল সমর্থকদের মধ্যে। দল গঠনের কাজ যখন জোর কদমে চলছে, তখনই নতুন করে জমতে শুরু করেছে আশঙ্কার মেঘ।

Durand Cup

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, ফুটবল প্রেমীরা গোটা বছর অপেক্ষা করে থাকেন এই একটি ম্যাচের জন্য। দুই দল যে টুর্নামেন্টেই মুখোমুখি হোক না, উত্তেজনা থাকে তুঙ্গে। Durand Cup-এর ডার্বি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে কলকাতার ফুটবল সমর্থকদের মধ্যে। দল গঠনের কাজ যখন জোর কদমে চলছে, তখনই নতুন করে জমতে শুরু করেছে আশঙ্কার মেঘ।

দেশের অন্যতম সেরা দল গঠন করছে মোহন বাগান সুপার জায়ান্ট। দেশের একাধিক তারকা ফুটবলার, নামী বিদেশি ফুত্নালরকে ইতিমধ্যে দলে চূড়ান্ত করা হয়েছে। আগামী দিনে আরও সই সংবাদ দিতে পারে মোহন বাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলের পক্ষ থেকেও এবার ভালো দল গঠন করার ব্যাপারে জোরদার প্রয়াস রয়েছে। বিগত কয়েক মরসুমের ডার্বি ঠিক জমেনি। মাঠে নামার আগে খাতায় কলমে বাগানের থেকে অনেকটা পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। এবার সেই ব্যবধান অনেকটা মিটবে বলে লাল হলুদ সমর্থকরা আশা করছেন। স্কোয়াডের নতুন তারকারা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কেমন খেলেন সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সবুজ মেরুন সমর্থকরা।

কলকাতা ফুটবল লীগ চলছে। এখানে মোহন বাগান জুনিয়র ছেলেদের খেলাচ্ছে। অনেকে মনে করেছিলন Durand Cup-এ পূর্ণ শক্তির দল নামাতে পারে মোহন বাগান সুপার জায়ান্ট। এশিয়ান প্রতিযোগিতার আগে এই প্রতিযোগিতায় হুয়ান ফেরণ্ডো নিজের দলকে ঝালিয়ে নিতে চাইবেন। তবে ডার্বি নিয়ে খটকা রয়ে গিয়েছিল। বড় ম্যাচে পূর্ণ শক্তির দল নামবে তো মোহনবাগান? প্রশ্ন রয়েছে সমর্থকদের মধ্যে।

সংবাদ মাধ্যম রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছে, ডার্বির ডেট বদল করার জন্য দাবি করেছিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট। আয়োজকরা সেই দাবিকে মান্যতা দেবে কি না সেটা আপাতত নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে বড় ম্যাচের তারিখে বদল না এলে ক্লাব হয়তো পূর্ণ শক্তির দল নামাবে না। কারণ AFC প্রতিযোগিতার আগে ফুটবলারদের ফিট রাখা হবে দলের মূল লক্ষ্য। দুই দলের কোনো একটি দলও যদি মাঠে পূর্ণ শক্তির একাদশ না নামায় সেক্ষেত্রে ডার্বি উত্তেজনা কিছুটা ম্লান হয়ে যেতে পারে। আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।