Mohammed Shami: সাত উইকেট নিয়ে বাংলার শামি এখন বিশ্বকাপের শাহেনশাহ

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে (World Cup) নিজের ষষ্ঠ ম্যাচ খেললেন মহম্মদ শামি (Mohammed Shami)। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়ে আবারও বিস্ময়কর কাজ করেছেন তিনি।…

Mohammed Shami's Magnificent Seven: Bengal's Shahensha Shines in World Cup Semi-Final

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে (World Cup) নিজের ষষ্ঠ ম্যাচ খেললেন মহম্মদ শামি (Mohammed Shami)। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়ে আবারও বিস্ময়কর কাজ করেছেন তিনি। নিজের প্রথম দুই ওভারেই দলকে প্রথম দুটি সাফল্য এনে দেন শামি। বিশ্বকাপে ব্যক্তিগত ৫০ উইকেটও পূর্ণ করেন তিনি। এনিয়ে ২০২৩ বিশ্বকাপে তৃতীয়বারের মতো এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বাংলার মহম্মদ শামি।

চলতি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে শামির নামে। প্রথম ভারতীয় হিসেবে ৫০ উইকেট এর মাইলফলক স্পর্শ করলেন তিনি। একই সঙ্গে বিশ্বের দ্রুততম ৫০ টি বিশ্বকাপ উইকেট শিকারী হয়েছেন এই বঙ্গ তনয়। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে টপকে সর্বনিম্ন ম্যাচ ও সর্বনিম্ন বল উভয় ক্ষেত্রেই এই রেকর্ড গড়েছেন তিনি।

   

বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট:
১৭ ম্যাচ – মহম্মদ শামি
১৯ ম্যাচ – মিচেল স্টার্ক
২৫ ম্যাচ – লাসিথ মালিঙ্গা
২৮ ম্যাচ – ট্রেন্ট বোল্ট

বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট:
৭৯৫ বল – মহম্মদ শামি
৯৪১ বল – মিচেল স্টার্ক
১১৮৭ বল – লাসিথ মালিঙ্গা
১৫৪০ বল – গ্লেন ম্যাকগ্রা
১৫৪৩ বল – ট্রেন্ট বোল্ট

মহম্মদ শামি ২০২৩ বিশ্বকাপেও ছিলেন। শেষ ম্যাচে শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো উইকেট পাননি। এ ছাড়া প্রতিটি ম্যাচেই উইকেট নিয়েছেন এবার। নিউজিল্যান্ডের বিপক্ষে লিগ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে চারটি, শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি করে উইকেট তুলে নিয়েছিলেন। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট।