World Cup: শামির সপ্তবাণে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

ফাইনালে (World Cup) চলে গেল ভারত। ভাইফোঁটার দিন দুরন্ত ম্যাচ দেখল মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম। প্রথমে ব্যাট করে ভারত করেছিল ৩৯৭ রান। জবাবে নিউজিল্যান্ডের স্কোর…

India Triumphs Over New Zealand in World Cup Semi-Final, Secures Final Berth

ফাইনালে (World Cup) চলে গেল ভারত। ভাইফোঁটার দিন দুরন্ত ম্যাচ দেখল মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম। প্রথমে ব্যাট করে ভারত করেছিল ৩৯৭ রান। জবাবে নিউজিল্যান্ডের স্কোর থামে ৩২৭ রানে। মহম্মদ শামি একাই নিয়েছেন ৭ উইকেট।

২০১৯ সালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবারের আসরে ভারত টানা নয় ম্যাচ জিতলেও চাপ ছিল সেমিফাইনালে। যদিও ম্যাচের আগে অর্ধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে খুব ভালো করে তিনি চেনেন। ম্যাচ শুরু হওয়ার পর তার কথাই যেন ফলে যাচ্ছিল অক্ষরে অক্ষরে। তরতর করে রানের পাহাড়ে উঠতে থাকে ভারত। জোড়া শতরান। বিরাট কোহলি করলেন ১১৭ রান, শ্রেয়স আইয়ারের নামের পাশে ১০৫ রান। রিটায়ার্ড হার্ট হয়ে ৮০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন শুভমন গিল।

একাধিক রেকর্ড ভেঙে ম্যাচের সমস্ত লাইম লাইট চলে গিয়েছিল বিরাট কোহলির ওপর। দ্বিতীয় ইনিংসে ম্যাচে ভাগ্যে লেখা ছিল জন্য কিছু। শামি-শো। সাত উইকেট নিলেন মহম্মদ শামি। শামির শাসনে মাঠ উইকেট হারালেন ডেভন কনওয়ে (১৩ রান), রাচিন রবীন্দ্র (১৩ রান), নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (৬৯ রান), ড্যারেল মিচেল (১৩৪ রান), টম লাথাম (০ রান), গ্লেন ফিলিপস (৪১ রান), মিচেল স্যান্টনার (৯ রান), টিম সাউদি (৯ রান), লকি ফার্গুসন (৬ রান)। নিউজিল্যান্ড টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটসম্যানের উইকেট একাই নিয়েছেন মহম্মদ শামি। ৪৮.৫ ওভারে নিউজিল্যান্ডের ইনিংস থামে ৩২৭ রানে। ৭০ রানে সেমিফাইনালের ম্যাচ জিতে ফাইনালে ভারত।