Durand Cup: ডার্বি পিছনোর অনুরোধ করতে পারে ইস্টবেঙ্গল

আগামী ১৬ আগষ্ট ডুরান্ড কাপের (Durand Cup) মেগা ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা দুই চির শত্রু ক্লাব ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান।সূত্রের খবর অনুযায়ী দল গঠনের বিষয়টি মাথায়…

kolkata Derby

আগামী ১৬ আগষ্ট ডুরান্ড কাপের (Durand Cup) মেগা ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা দুই চির শত্রু ক্লাব ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান।সূত্রের খবর অনুযায়ী দল গঠনের বিষয়টি মাথায় রেখে সেই ম‍্যাচ খানিকটা সময়ের জন্য পিছনোর কথা জানি টুর্নামেন্ট আয়োজক’দের কাছে অনুরোধ রাখতে পারে লাল হলুদ ।

সই সাবুদ না মিটলেও ধাপে ধাপে তার কাজ এগানো শুরু করেছে ইমামি – ইস্টবেঙ্গল।যেহেতু নানান আইনি বিষয় জড়িয়ে আছে,তাই গোটা বিষয়টাই বেশ সময় সাপেক্ষ বলেই মতামত বিশেষজ্ঞ’দের।এদিকে আবার শক্তিশালী দল গঠন না করেই কিছুতেই মাঠে নামতে চাইছেনা ইস্টবেঙ্গল।তবে তাদের প্রস্তাব কতোটা রাখে আয়োজক’রা।এখন সেটাই দেখার বিষয়।

এদিকে ইতিমধ্যে দলগঠনের বিষয় উঠে পড়ে লেগেছে লাল হলুদ ব্রিগেড।বেঙ্গালুরু এফসি এবং ভারতের জাতীয় দলের রাইট উইংগার Udanta Singh Kumam – কে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা।

বেঙ্গালুরু এফসি’র হয়ে আইলিগ,আইএসএল,সুপার কাপ,দুই বার ফেড কাপ জেতার পাশাপাশি ২০১৬ সালে এএফসি কাপে রানার্স আপ হওয়া এই ফুটবলার দেশের হয়ে জিতেছিলেন ২০২১ এর সাফ চ‍্যাম্পিয়ানশিপ এবং ১৮’তে ইন্টারকন্টিনেন্টাল কাপ।

২০১৪ সাল থেকে বেঙ্গালুরু’তে খেলা এই ফুটবলার ১৩০ টি ম‍্যাচ খেলেছে ক্লাবের হয়ে, তাতে করেছেন ১৫ টি গোল।ক্লাবের সাথে তার চুক্তি আরও এক বছরের বাকী আছে,এবার তাকে দলে নিতে পারে কিনা ইস্টবেঙ্গল এখন সেটাই দেখার বিষয়।

প্রসঙ্গত,এবছর,মনিপুর, আসাম এবং পশ্চিমবঙ্গ জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ১৩১ তম ডুরান্ড কাপ।আগামী ১৬ ই আগষ্ট টুর্নামেন্টের প্রথম ম‍্যাচে খেলবে এটিকে মোহনবাগান বনানী ইস্টবেঙ্গল।ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ই সেপ্টেম্বর সল্টলেকের যুবভারতীতে।