Boycott Banga Bibhushan: মমতা-সরকারের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মাননা বয়কট করুন: সুজন চক্রবর্তী

লক্ষাধিক বেকার চাকরি প্রার্থীদের বঞ্চিত করে বেআইনি পথে শিক্ষক নিয়োগ মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা সহ পার্থর বান্ধবী…

Sujan Chakraborty

লক্ষাধিক বেকার চাকরি প্রার্থীদের বঞ্চিত করে বেআইনি পথে শিক্ষক নিয়োগ মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা সহ পার্থর বান্ধবী ধৃত। এই বিতর্কিত পরিস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া বঙ্গভূষণ (Banga bhushan) ও বঙ্গবিভূষণ (Banga bibhushan) সম্মান প্রত্যাখানের আহ্বান জানালেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।

বিতর্কিত এই পরিস্থিতির মাঝে মমতা সরকারের তরফে জানানো হয়, জনজীবনে উল্লেখযোগ্য অবদানের জন্য অমর্ত্য সেন, কৌশিক বসু ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকারের সর্ব্বোচ্চ সম্মান- বঙ্গবিভূষণ পাচ্ছেন। আরও জানানো হয়, রাজ্যের ঐতিহ্যবাহী চারটি প্রতিষ্ঠান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাব এবং এসএসকেএম হাসপাতাল রয়েছে এই তালিকায়।

সুজন চক্রবর্তী বিশিষ্টজনদের অনুরোধ জানালেন এই নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মাননা প্রত্যাখান করে অনুষ্ঠান বয়কট করার জন্য।

সিপিআইএমের তরফে জানানো হয়েছে, “স্বাধীন ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক ও প্রশাসনিক ষড়যন্ত্রের লজ্জাজনক যে ছবি পশ্চিমবঙ্গে বর্তমানে দেখা যাচ্ছে, সেই পরিস্থিতিতে সরকার আয়োজিত বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মাননার প্রাপকদের (প্রাথমিক তালিকা অনুযায়ী) সকলকে চাকরির দাবিতে আন্দোলনরতদের পাশে দাঁড়ানোর আবেদন জানালেন প্রাক্তন সাংসদ, প্রাক্তন বাম-পরিষদীয় দল নেতা।

আদালতের নির্দেশে শিল্পমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে দুই দিনের হেফাজতে নিল ইডি। আগামী সোমবার ফের তাঁকে আদালতে হাজির করতে হবে।