টানা তিন দিন মাঠে নামল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ধরাশায়ী করার পরের দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়। চলতি এশিয়া কাপের(Asia Cup) ফাইনালে যাওয়ার পথ অনেকটা মসৃণ করল ভারত।
সোমবার পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে জিতেছিল ভারত। মঙ্গলবার ওই একই মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিল ইন ব্লু ব্রিগেড। যতটা আশা করা হয়েছিল তার থেকে অনেক বেশি হাড্ডাহাড্ডি হয়েছে এদিনের ম্যাচ। মন্থর উইকেটে কোনো দলের ব্যাটসম্যানই খুব একটা সুবিধা করতে পারেননি। ফলে ম্যাচ হয়েছে লো স্কোরিং। বোলাররা নিয়েছেন নির্ণায়ক ভূমিকা।
আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫৬ রানের বিশাল স্কোর খাড়া করেছিল ভারত। একই মাঠে মঙ্গলবার প্রথমে ব্যাট করে রোহিত শর্মারা করলেন মাত্র ২১৩ রান। ফর্মে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে মোটেও নিরাপদ ছিল না এই স্কোর।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কুলদীপ যাদব স্পিনের ভেল্কি দেখিয়েছিলেন। এদিনও তাই। দুই দলের ধীর গতির বোলাররা ব্যাটসম্যানদের মারমুখী হতে দেননি। শ্রীলঙ্কার পাশাপাশি ভারতীয় বোলাররাও উইকেটের সাহায্য নিলেন পুরোপুরি। যার ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঘরের মাঠে দ্বীপ রাষ্ট্রের ক্রিকেট দলের ইনিংস থামল ১৭২ রানে। ৪১ রানে ম্যাচ জিতল ভারত।
Consecutive wins in Colombo for #TeamIndia 🙌
Kuldeep Yadav wraps things up in style as India complete a 41-run victory over Sri Lanka 👏👏
Scorecard ▶️ https://t.co/P0ylBAiETu#AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/HUVtGvRpnG
— BCCI (@BCCI) September 12, 2023
ভারতের হয়ে সর্বোচ্চ স্কোরার: অধিনায়ক রোহিত শর্মা (৪৮ বলে ৫৩ রান)।
ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি: কুলদীপ যাদব, ৪/৪৩।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ স্কোরার; দুনিথ ওয়েল্লালাগে (৪৬ বলে অপরাজিত ৪২ রান)
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি: দুনিথ ওয়েল্লালাগে, ৫/৪০।