Durand Cup 2022: রবিবার বড় ম্যাচ, ‘ফুটবল মক্কা’ কলকাতা কাঁপছে ডুুরান্ড জ্বরে

শারোদৎসবের মরশুম শুরু৷ সপ্তাহান্তে গড়িয়াহাটে শপিংয়ের ভিড়। সাড়ে আটটার বাসে থিকথিকে ভিড়৷ হঠাৎ বাসের মধ্যে এক জন তারস্বরে চেঁচিয়ে উঠলেন ৪ নম্বর গেটের সেকেন্ড টায়ারের…

শারোদৎসবের মরশুম শুরু৷ সপ্তাহান্তে গড়িয়াহাটে শপিংয়ের ভিড়। সাড়ে আটটার বাসে থিকথিকে ভিড়৷ হঠাৎ বাসের মধ্যে এক জন তারস্বরে চেঁচিয়ে উঠলেন ৪ নম্বর গেটের সেকেন্ড টায়ারের ২ টো টিকিট পেয়েছি। খুব সুন্দর জায়গা৷ বাকিদের মুখ দেখে মনে হচ্ছিল টিকিট না পেয়ে হতাশায় ভুগছেন সকলেই৷ এ যাত্রায় যারা বাজিমাত করতে পেরেছেন তাঁরাই ফুটবলের মক্কায় দুই শক্তিধর মোহনবাগান (Mohunbagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)  লড়াই (Durand Cup 2022) দেখতে পাবেন৷

গত কয়েক দিন ধরেই এই লড়াইয়ের উত্তাপ মিলছিল স্যোশাল মিডিয়ায়৷ তার ওপর রবিবার যেন উপরি পাওনা৷ শনিবার দুপুরের অঝোরের বৃষ্টি যাদের আটকে রাখতে পারেনি, সেই সমর্থকদের কোনও শক্তি রবিবার আটকাতে পারবে বলে মনে হয় না। একদিকে গোটা দেশ কাঁপছে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ জ্বরে৷ অন্যদিকে কলকাতা কাঁপছে ডুরান্ড জ্বরে।

লাল হলুদের লড়াই লেগেছে সবুজ মেরুনের সঙ্গে৷ মই নিয়ে চলছে শহর সাজানোর কাজ। এদিকে শনিবারেই বাজারে বিরাট হাঁকিয়েছে চিংড়ি, ইলিশের দর৷ বর্ষার বাজারে চেঁটেপুটে ভাপা, পাথুড়ি খেয়ে বসবে। সব তোড়জোর শুরু। ঘটি-বাঙাল লড়াইয়ের প্রস্তুতি৷

 

গত কয়েকদিন ধরে রাজনীতির ময়দানে যারা একে অপরের বিরুদ্ধে স্লোগান তুলেছে৷ সেই শিবিরের কাল ভাগাভাগি হচ্ছে। এ যেন কাল থেকেই কাতারের বিশ্বকাপ প্রস্তুতি! ইস্টবেঙ্গল-মোহনবাগান বড় ম্যাচ বাঙালির কাছে সেন্টিমেন্ট, আবেগ। কোনও বিশ্বকাপের থেকে কম নয়। এটাই তো বাঙালিকে পপকর্নের কালচারের থেকে, মিষ্টিমুখ পর্বকে এখনও আলাদা করে রেখেছে।