পানশালায় ‘নিষিদ্ধ’ বাংলা গান, গর্জে উঠল বাংলাপক্ষ

এবার পান শালাতেও বাংলা ভাষার দাবিতে গর্জে উঠল বাংলাপক্ষ। সম্প্রতি সল্টলেকের সেক্টর ফাইভে অভিজাত ‘Level’ নামক পানশালায় বাংলা গান নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।…

এবার পান শালাতেও বাংলা ভাষার দাবিতে গর্জে উঠল বাংলাপক্ষ। সম্প্রতি সল্টলেকের সেক্টর ফাইভে অভিজাত ‘Level’ নামক পানশালায় বাংলা গান নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তবে বাংলাপক্ষের হস্তক্ষেপের ফলে ফের সেখানে শুরু হল বাংলা গান।

জানা গিয়েছে, সম্প্রতি সল্টলেক সেক্টর ৫ এ লেভেল বারে বাংলা চালাতে অনুরোধ করেছিল বারে আসা অভিরূপ মাইতি ও তার ৪ বাঙালি বন্ধু। কর্তৃপক্ষ সরাসরি জানায় যে বাংলা গান নিষিদ্ধ, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ভিডিও করতে গেলে ফোন কেড়ে নেওয়া হয়। বাংলা পক্ষকে জানায় অপমানিত বাঙালি ভাই অভিরূপ মাইতি।

প্রশ্ন উঠতে থাকে তাহলে বাংলার মাটিতেই বাংলা গান নিষিদ্ধ? বাংলা পক্ষ শনিবার লেভেল বারের সামনে প্রতিবাদ কর্মসূচি করলো। কর্তৃপক্ষকে বাধ্য করলো বাংলা গান চালাতে। দুটো বাংলা গান বাজে, তখন ভেতরে ছিল বাংলা পক্ষর প্রতিনিধি দল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর বাংলা গানের অনুরোধ এলে অবশ্যই বাংলা গান চলবে৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ নেতৃত্ব কৌশিক মাইতি, দক্ষিণ ২৪ এর জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর চব্বিশ শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহমেদ, উত্তর চব্বিশ শহরাঞ্চলের সায়ন মিত্র, সাগর সাহা সহ অন্যান্যরা ।