Subhasish Roy Chowdhury: এই কারণে ইস্টবেঙ্গলের মূল স্কোয়াডে স্থান নাও মিলতে পারে শুভাশিসের

চলতি মরশুমে নর্থইস্ট ইউনাইটেড এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগদান করেছে শুভাশিস রায় চৌধুরী (Subhasish Roy Chowdhury)। ভারতীয় ফুটবলে তার খেলার অভিজ্ঞতা সুবিশাল।তাই অরিন্দম ভট্টাচার্য্য ক্লাব ছাড়াই…

Subhasish Roy Chowdhury yet not confirm at emami east bengal

চলতি মরশুমে নর্থইস্ট ইউনাইটেড এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগদান করেছে শুভাশিস রায় চৌধুরী (Subhasish Roy Chowdhury)। ভারতীয় ফুটবলে তার খেলার অভিজ্ঞতা সুবিশাল।তাই অরিন্দম ভট্টাচার্য্য ক্লাব ছাড়াই একজন অভিজ্ঞ ভারতীয় গোলকিপার’কে দলে চাইছিলো ক্লাব।সেই সূত্রে শুভাশিস’কে লাল হলুদে আনা।

ইতিমধ্যে এখনও অবধি সই সেরে ফেলা ফুটবলার’দের নিয়ে অনুশীলনে নেমে পরেছে ইস্টবেঙ্গল।সেখানে শুভাশিসের ফিটনেস দেখে খানিকটা হতাশ কোচিং স্টাফ,এমনটাই মনে করা হচ্ছে, তাই চূড়ান্ত স্কোয়াডে শুভাশিস’কে এখনই ভাবছেনা টিম ম‍্যানেজমেন্ট, এমনটাই মনে করা হচ্ছে।

এদিকে জোড়ালো হচ্ছে ব্রিটিশ স্ট্রাইকার গ‍্যারি হুপারের ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সম্ভাবনা।৩৪ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড টটেনহ‍্যাম হটস্পারের ইউথ প্রোডাক্ট।বর্ণময় কেরিয়ারে খেলেছিলেন সেল্টিক,নরউইচ সিটির মতো ইংল্যান্ডের প্রথম সারির ক্লাবে।ভারতে এর আগে ২০২০-২১ মরশুমে কেরালা ব্লাস্টার্সে খেলেছিলেন তিনি,সেখানে ১৮ ম‍্যাচে করেছিলেন ৫ গোল।শেষ মরশুমে খেলছিলেন ওয়েলিংটন ফিনিক্সে,সেখানে ১৪ ম‍্যাচ খেলে গোল করেছেন ৪ টি।

হুপার নিজে বিদেশি, ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইনের দর্শনে তাই তার খেলতে কোনও প্রকার অসুবিধা হওয়ার কথা নয়।কেরিয়ারের একেবারে সায়াহ্নে এসে পৌঁছনোয় তার আর্থিক চাহিদা মেটাতে ইমামি’র খুব যে বিশেষ একটা সমস্যা হবে, এমনটা নয়‌।শেষ অবধি এই চুক্তি বাস্তবায়িত হয়কিনা এখন সেটাই দেখার বিষয়।