Bihar: জেডিইউ বৈঠকে বিজেপি জোট ছাড়ার সিদ্ধান্ত, নীতীশ দিলেন সম্মতি

বিহারে নতুন সরকার কেবলমাত্র সময়ের অপেক্ষা৷ সারা দেশের নজর এখন বিহারের দিকে। সূত্রের খবর, পাটনায় নীতীশ কুমারের ফের এনডিএ ত্যাগের সিদ্ধান্তে সায় দিলেন জেডিইউ দলের…

bihar-nitish

বিহারে নতুন সরকার কেবলমাত্র সময়ের অপেক্ষা৷ সারা দেশের নজর এখন বিহারের দিকে। সূত্রের খবর, পাটনায় নীতীশ কুমারের ফের এনডিএ ত্যাগের সিদ্ধান্তে সায় দিলেন জেডিইউ দলের অন্যান্য বিধায়ক ও সাংসদরা।

মঙ্গলবারই পদত্যাগপত্র রাজ্যপালের হাতে তুলে দেবেন নীতীশ কুমার। তিনি এরপর আরজেডি কংগ্রেস ও বামপন্থীীদের মিলিত জোটের সঙ্গে মিলে ফের সরকার গঠন করবেন। সেক্ষেত্রে বিহারে তৈরি হতে চলেছে বিজেপি বিরোধী মহাজোট সরকার।

নীতীশ বরাবর জোটবদলু। তিনি এর আগেও এনডিএ ছেড়েছিলেন। ফের এনডিএ গেছিলেন। এবারও বদলের পথে।

প্রথম কারণ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়া থেকেই বরাবর দূরত্ব বজায় রেখেছিলেন নীতীশ কুমার৷ এনডিএ শিবিরে থাকলেও জেডিইউ এবং বিজেপির মধ্যে ঠান্ডা লড়াই ছিল৷ তাই ২০১৫ সালে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে নীতীশ কুমারের দল৷ ২০১৭ সালে জোট বদল, সরকার বদল করেন৷ ২০২০ সালে এনডিএ শিবিরে থেকেই লড়াই করলেন নীতীশ। এখন বিরোধী শিবিরে নীতীশ কুমার নাম লেখাতে চাইছেন দেখেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ শোনা যাচ্ছে, ২০২৪ সালে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি বলে মনে করা হচ্ছে।

nitish kumar vs lalu prasad yadav

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিরোধীরা একজোট হলেও সেবার বিরোধী দলের মুখ নির্বাচিত হয়নি৷ সেকারণে মহাবিপদে পড়তে হয়েছিল সমস্ত দলগুলিকে৷ একে অপরের বিরুদ্ধে লড়াই করে ভোট কেটেছিলেন বিরোধী মঞ্চের নেতারাই। কিন্তু এবার সেই ভুল করতে চান না কেউই। তাই তলায় তলায় এই পরিকল্পনা অনেকদিন ধরেই চলছিল, তা মনে করছে রাজনৈতিক মহল৷

সম্প্রতি বিরোধী শিবিরে সক্রিয় হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়াররা৷ কিন্তু মহারাষ্ট্রে সরকার খুইয়ে বড় প্রশ্নের মুখে শরদ পাওয়ারের মুখে বর্ষীয়ান রাজনীতিবীদ৷ অন্যদিকে, মন্ত্রীর ঘরে কোটি কোটি টাকা মিলতেই বিরোধী মুখ থেকে অনেক দূরে মমতা৷ দুর্নীতির খোলসে আটকে থাকা আরও অনেক বিধায়কদের নাম ইঠে আসতে পারে৷ এই সম্ভাবনার মধ্যেই বিরোধী শিবিরের রোষানলে পড়তে হচ্ছে তাঁকে। তাই বিজেপির সঙ্গে জোটের সরকার ভেঙে বিরোধীদের ক্ষমতায় বসিয়ে শুধুমাত্র বিহারের রাজনীতি নয়, জাতীয় রাজনীতির পটপরিবর্তন করবেন নীতীশ কুমার৷