Jiten Murmu: খিদিরপুরের বিরুদ্ধে অনবদ্য ভবানীপুর, গোল করে দলকে বাঁচালেন সেই জিতেন মুর্মু

ক্রমে আরও ধারাল হয়ে উঠছে জিতেন মুর্মুর (Jiten Murmu) খেলা। প্রাক মরসুম প্রস্তুতির সময় ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। লিগ শুরু হওয়ার পর অব্যাহত তাঁর…

Jiten Murmu focus on upcoming calcutta football league

ক্রমে আরও ধারাল হয়ে উঠছে জিতেন মুর্মুর (Jiten Murmu) খেলা। প্রাক মরসুম প্রস্তুতির সময় ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। লিগ শুরু হওয়ার পর অব্যাহত তাঁর ফর্ম।

আরও পড়ুন: CFL : আট গোলের ম্যাচে হ্যাটট্রিক করলেন সুব্রত মুর্মু

খিদিরপুরের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে ভবানীপুর। ম্যাচের একটি মাত্র গোল জিতেন মুর্মূর। আপ ফ্রন্টে দলের অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছেন তিনি। আগের থেকে বয়স বাড়লেও স্কিলে মরচে ধরেনি এতটুকু।

আরও পড়ুন: CFL: এবার রেডিওতে ধারাবিবরণী শোনা যাবে কলকাতা লিগের

সার্দান সমিতির বিরুদ্ধেও উজ্জ্বল ছিলেন জিতেন। আক্রমণভাগে ঝাঁঝ বাড়িয়েছেন ক্রমাগত। খিদিরপুর ম্যাচেও অব্যাহত সেই ফর্ম। দলের অন্যান্য ফুটবলারের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে তরতরিয়ে আক্রমণে উঠে যাওয়ার কৌশল বেশ ভালই রপ্ত করেছেন তিনি।

আরও পড়ুন: Sanjib Mondal : গোল না করলেও খেলা তৈরির কারিগর এই সঞ্জীব মন্ডল

অভিজ্ঞ সঞ্জু প্রধানের সঙ্গে ভালো রসায়ন গড়ে উঠছে তাঁর। সেই সঙ্গে আক্রমণভাগের ফুটবলার ক্রিজো। সঙ্গে অভিন়ব বাগের কথাও বলতে হয় আলাদা করে। কলকাতা ফুটবল লিগের অন্যান্য দলের তুলনায় ভবানীপুর ধারেভারে অনেকটাই এগিয়ে। প্রচুর পরিচিত মুখ রয়েছে দলে। তাই প্রত্যাশার পারদটাও অন্যান্য দলের তুলনায় একটু বেশি। আশঙ্কা ছিল, সেরা সময় পেরিয়ে আসা খেলোয়াড়রা কতোটা উজাড় করে দিতে পারবেন নিজেদের। জিতেনরা ক্রমাগত বোঝাচ্ছেন, পিকচার আভি বাকি হ্যায়। বয়স বাড়লেও ড্রিবল করে বেরিয়ে গিয়ে, শট নিতে এখনও পারদর্শী তাঁরা।