
Sports desk: টি টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী অধ্যায়ে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার নতুন কম্বিনেশনে হোম সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচের ফাস্ট ইনিংসে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তুলেছে।
মার্টিন গুপ্টিল ৭০,মার্ক চ্যাপম্যান ৬৩, কিউই শিবিরে বড় স্কোর করেছে ব্যক্তিগতভাবে ব্যাটিং দক্ষতায়। নিউজিল্যান্ডের অন্য ব্যাটসম্যানরা এদিন জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে দাগ কাটতে পারেনি।
ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার এবং রবিচন্দ্রন অশ্বিন ২, দীপক চাহর ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট নিয়েছে। ভারত জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না খুইয়ে ৭ রান তুলেছে স্কোরবোর্ডে। কেএল রাহুল এবং রোহিত শর্মা ক্রিজে রয়েছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










