Sports desk: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্বে থাকবেন অজিঙ্কা রাহানে। দুই টেস্টেই রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং বিরাট কোহলির সার্ভিস দ্বিতীয় টেস্ট থেকে পাওয়া যাবে।
ইতিমধ্যেই বিসিসিআই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬ জনের ভারতীয় স্কোয়াডের নাম ঘোষণা করে দিয়েছে। কিউইদের বিরুদ্ধে টি টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক কেএল রাহুল। এবার বিসিসিআই হোম সিরিজের প্রথম টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানেকে সামনে নিয়ে এলো।
চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ থেকে ভারতের ছিটকে যাওয়া, টি টোয়েন্টি ফর্ম্যাটে রোহিত শর্মার হাতে টিম ইন্ডিয়ার কম্যান্ড তুলে দেওয়া এবং আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচে অজিঙ্কা রাহানেকে দলের অধিনায়ক হিসেবে সামনে আনা, বিরাট কোহলির বিদায় ঘন্টা নিয়ে স্টেপ বাই স্টেপ এগোতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড( বিসিসিআই)! এমন গুঞ্জন দেশের ক্রিকেট মহল জুড়ে।
চলতি মাসে ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। তিন টি টোয়েন্টি ম্যাচ এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে। প্রথম টেস্ট ম্যাচ কানপুরে হবে ২৫-২৯ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ মুম্বই’তে ডিসেম্বরের ৩-৭ তারিখ। এই দুই টেস্ট ম্যাচের আগে কিউইদের তিন টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে নভেম্বর ১৭ জয়পুর, ১৯ নভেম্বর রাঁচি এবং তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচ ২১ নভেম্বর কলকাতায় হবে।