Kalinga Super Cup: সুপার কাপে ডার্বির ডাগ আউটে থাকছেন না হাবাস, হতাশ সকলে

হাতে মাত্র কয়েক ঘন্টা। তারপরেই কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) ডার্বি ম্যাচ। যেখানে মুখোমুখি হবে কলকাতা ময়দানে দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস।…

Antonio Lopez Habas

হাতে মাত্র কয়েক ঘন্টা। তারপরেই কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) ডার্বি ম্যাচ। যেখানে মুখোমুখি হবে কলকাতা ময়দানে দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। এখন সেদিকেই তাকিয়ে সকলে। বলাবাহুল্য, এবারের এই টুর্নামেন্টের শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে ময়দানে দুই প্রধান। প্রথম দুই ম্যাচই জয় এসেছে তাদের। বর্তমানে ৬ পয়েন্ট দুজনের। তবে গোল পার্থক্যের দরুণ গ্ৰুপ পর্বের শীর্ষস্থানে রয়েছে ইস্টবেঙ্গল।

   

তবে এবারের এই তৃতীয় ম্যাচের ফলাফল থেকেই নির্ধারিত হবে সমস্ত কিছু। এই ম্যাচে জয় আসলেই সুপার কাপের সেমিফাইনালে চলে যাবে সেই ফুটবল দল। তবে মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে এই ম্যাচ জয়ের জন্য আবশ্যক থাকলেও ডার্বি ড্র করলে বাড়তি অ্যাডভান্টেজ পাবে মশাল ব্রিগেড।

তবে বর্তমানে জাতীয় শিবিরে দায়িত্ব পালন করার দরুন ডার্বিতে অনুপস্থিত থাকবেন একাধিক দাপুটে ফুটবলার। মোহনবাগানের সাত ফুটবলার ও ইস্টবেঙ্গলের দুই ফুটবলারকে দেখা যাবে না টুর্নামেন্টের এই হাই ভোল্টেজ ম্যাচে। তবে মনে করা হচ্ছিল মোহনবাগান দলের বর্তমান দায়িত্বপ্রাপ্ত কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস হয়ত উপস্থিত থাকবেন এই ফুটবল ম্যাচে। তবে দল পরিচালনার দায়িত্ব ক্লিফোর্ড মিরান্ডার হাতে থাকলেও অন্তত সবুজ-মেরুন দাগ আউটে হয়ত দেখা যাবে তাকে। তবে ভিসা জনিত সমস্যা দেখা দেওয়ার দরুন ভারতে আসতে যথেষ্ট সময় লেগেছে এই স্প্যানিশ বসের।

যারফলে, গত কয়েকদিন আগে শহরে আসেন তিনি। এরপরই ভুবনেশ্বর সোজা দলের সঙ্গে হোটেলে যোগদান করতে দেখা যায় বাগানের বর্তমান হেডস্যারকে। যা দেখে অনেকেই মনে করেছিল যে এবার ডার্বি ম্যাচে হয়ত দলের সঙ্গে দেখা যাবে তাকে। কিন্তু তা আর হলনা। যতদূর জানা গিয়েছে, আগামীকালের ম্যাচে মাঠে দলের সঙ্গে ডাগ আউটে থাকা হচ্ছে না এই হাইপ্রোফাইলের। যা নিয়ে কিছুটা হলেও হতাশা দেখা দিয়েছে সকলের মধ্যে।