Mohun Bagan: ডার্বির আগে বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে মোহন-কোচ

মাঝে আর কয়েকটা ঘন্টা। তারপরেই মরসুমের প্রথম বড় ম্যাচ। কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) ও…

Mohun Bagan practice before east bengal match

মাঝে আর কয়েকটা ঘন্টা। তারপরেই মরসুমের প্রথম বড় ম্যাচ। কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। পারফরম্যান্সের বিচারে হাইভোল্টেজ ম্যাচের আগে দুই ক্লাব রয়েছে দুই মেরুতে।

Ansumana Kromah: হাসপাতালে ভর্তি মোহন-ইস্টের প্রাক্তন বিদেশি ফুটবলার

   

কলকাতা ফুটবল লিগকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ইমামি-ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের শুরু থেকেই জয়ের সরণিতে রয়েছে মশাল বাহিনী। পরপর ম্যাচে এসেছে জয়। অন্য দিকে মোহনবাগান সুপার জায়ান্টকে এখনও পর্যন্ত পরিচিত ফর্মে দেখা যায়নি। এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়েছে বাগান। বড় ম্যাচের আগে দুই দলের পারফরম্যান্স দুই মেরুতে। মোহনবাগান চাইবে বড় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে। ইস্টবেঙ্গল চাইবেন মোমেন্টাম ধরে রাখতে।

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল উঠতি ফুটবলারদের পাশাপাশি একাধিক সিনিয়র ফুটবলারকে খেলাচ্ছে। সার্থক গোলুই, হীরা মন্ডলের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও রয়েছে স্কোয়াডের সঙ্গে। তন্ময় ঘোষ, তন্ময় দাস, সুব্রত মুর্মুরাও নজর কাড়ছেন। পরিবর্ত ফুটবলার হিসেবে বিজয় মুর্মু, চাকু মান্ডিদের পরোক্ষ করে নিচ্ছেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। গোলের মধ্যে রয়েছে সায়ন ব্যানার্জী।

মোহনবাগানে Dimitrios Diamantakos! ‘উইকি’ বলছে তাই

মোহনবাগান তাদের ম্যাচের শুরুটা ভাল করার চেষ্টা করলেও পরের দিকে খেয়ে হারিয়ে ফেলছে। আগে গোল করেও নষ্ট করেছে পয়েন্ট। গত মরসুমের রিজার্ভ দলের একাধিক ফুটবলার এবারেও রয়েছেন। তা স্বত্বেও মোহনবাগানের খেলা দানা বাঁধছে না। ডার্বির আগে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া আরও বাড়ানো বাগানের রিজার্ভ দলের কোচ দেগি কাৰ্ডোজার অন্যতম লক্ষ্য। সেই সঙ্গে ফুটবলারদের আরও ফিট রাখা। ইস্টবেঙ্গল বোধের ছক তৈরি করার পাশাপাসু সবুজ মেরুন প্রশিক্ষককে এই দুই ব্যাপারেও খেয়াল রাখতে হচ্ছে।