Dimitrios Diamantakos: ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার জল্পনা উস্কে দিলেন দিমিত্রি

Advertisements দল বদলের জল্পনা উস্কে দিলেন দিমিত্রিয়স দিয়ামানতাকস (Dimitrios Diamantakos)। সোমবার দুপুর নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে দিয়েছেন বড় বার্তা। বিদায় জানালেন কেরালা ব্লাস্টার্সকে (Kerala…

Dimitrios Diamantakos

Advertisements

দল বদলের জল্পনা উস্কে দিলেন দিমিত্রিয়স দিয়ামানতাকস (Dimitrios Diamantakos)। সোমবার দুপুর নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে দিয়েছেন বড় বার্তা। বিদায় জানালেন কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters)। পরের গন্তব্য ইস্টবেঙ্গল ক্লাব? উঠতে শুরু করেছে প্রশ্ন।

   

Oscar Bruzon: আইএসএল ক্লাবে আসবেন বসুন্ধরা কিংসের কোচ?

কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দিমিত্রিয়স দিয়ামানতাকসের সম্পর্ক ছিন্ন হল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্লাবকে বিদায় বার্তা দিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের তারকা ফুটবলার। দিমিত্রি নতুন ক্লাবে যোগ দিতে পারেন এই জল্পনা দীর্ঘ দিন ধরে চলছে। ক্লাবকে বিদায় জানানোর পোস্ট এই জল্পনার বেগ বৃদ্ধি করেছে কয়েক গুণ।

Kerala Blasters dimitrios diamantakos

নিজের প্রোফাইল থেকে করা পোস্টে দিমিত্রি বলেছেন, ‘দুৰ্ভাগ্যবশত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে পথ চলা শেষ হচ্ছে। এই দলে থেকে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। কেরালা ব্লাস্টার্সের আন্তরিকতা ভোলার নয়। আমি ধন্য। প্রথম দিন থেকে সমর্থকদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছে সেটা অভাবনীয়।’ কেরালা ব্লাস্টার্সের ফ্যান ক্লাবকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘সব সময় তোমাদের মনে রাখবো।’

Mohun Bagan: কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, ট্রফি জয়ের সুযোগ

দিমিত্রিয়স দিয়ামানতাকসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে নিরন্তর। আগামী মরসুমে তাঁকে কোন ক্লাবে খেলতে দেখা যাবে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। ইস্টবেঙ্গল তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে বলে শোনা গিয়েছিল। গ্রিসের ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারের নতুন দলে যোগ দেওয়া এখন নিশ্চিত। কেরাখা ব্লাস্টার্সের সঙ্গে সম্পন্ন করেছেন সোনালী করমর্দন। এবার কোন ক্লাব? উত্তর দেবে সময়।