Mohun Bagan: কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, ট্রফি জয়ের সুযোগ

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সামনে আরো এক ট্রফি জয়ের সুযোগ রয়েছে। কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে মোহবাগানের অনূর্ধ্ব ১৫ দল। খেতাব জয়ের মাঝে আর কয়েকটা ম্যাচ।…

Mohun Bagan

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সামনে আরো এক ট্রফি জয়ের সুযোগ রয়েছে। কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে মোহবাগানের অনূর্ধ্ব ১৫ দল। খেতাব জয়ের মাঝে আর কয়েকটা ম্যাচ।

সিনিয়রদের মরসুম শেষ হলেও এখনও জারি রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পরিচালিত জুনিয়রদের লিগ। ফেডারেশনের অনূর্ধ্ব ১৫ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাগান। করবেট এফসিকে হারিয়ে ট্রফি জয়ের আরো কাছে পৌঁছেছে মোহনবাগান সুপার জায়ান্টের কিশোর দল। বাগানের পক্ষে এই ম্যাচের ফলাফল ছিল ৩-১। সবুজ মেরুন ব্রিগেডের পক্ষে এই ম্যাচে গোল করেছেন রিন্টু, শ্রীঅনিকেত ও সগুন। মোহনবাগানের তিনটি গোলই হয়েছে বিরতির পর।

   

Dipendu Biswas Mohun Bagan: দীপেন্দুর ওপর আস্থা রাখছে মোহনবাগান

কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের অনূর্ধ্ব ১৫ দলকে খেলতে হবে Football 4 Change একাডেমি দলের বিরুদ্ধে। ২১ মে তাদের বিরুদ্ধে খেলতে নামবে বাগান। পাঞ্জাবের গুরু নানক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৭ টা থেকে।

 

গতবারের CFL-এ ৬ গোল করা অচিন্ত্য এবার খেলবেন পুলিশের হয়ে

করবেট এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের এই ম্যাচ ছিল ডু ওর ডাই পরিস্থিতিতে। কারণ আগে পয়েন্ট খুইয়ে চাপে পড়েছিল বাগান। পরের পর্বে যেতে হলে করবেট এফসিকে হারানো ছাড়া সবুজ মেরুন ব্রিগেডের সামনে দ্বিতীয় পথ খোলা ছিল. চাপের মুখে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে মোহনবাগানের জুনিয়র দল। জাতীয় গ্রূপ পর্যায়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে মোহনবাগান সুপার জায়ান্টের অনূর্ধ্ব ১৫ ব্রিগেড।