ISL Final: টিকিট পাননি? এখান থেকে লাইভ দেখতে পাবেন মোহনবাগান-মুম্বই ম্যাচ

ISL Final Match Live: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এখনও টিকিট খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচকে কেন্দ্র করে টিকিটের…

Mohun Bagan's ISL Final Match Live

ISL Final Match Live: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এখনও টিকিট খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচকে কেন্দ্র করে টিকিটের চাহিদা আকাশ চুম্বী। মোহনবাগানের অগুনতি সমর্থক। একটা যুবভারতী স্টেডিয়ামে সবাইকে জায়গা দেওয়া সম্ভব নয়। মাঠে হয়তো কম বেশি ৬০ হাজার দর্শক থাকবেন। বেশিরভাগ দর্শককে চোখ রাখতে হবে টিভির পর্দায়। কোথায় কোথায় সরাসরি দেখতে পাবেন ম্যাচ? চলুন জেনে নেওয়া যাক।

মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দল মুখোমুখি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে। ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ মেরুন শিবির। জনি কাউকো, জেসন কামিন্স, দিমিত্রি পেত্ৰাতসদের ঘিরে মোহনবাগান সমর্থকদের আব্দার, গোল চাই। সর্বপরি যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুন তরীতে আরো একটি ট্রফি দেখতে চাইছেন ক্লাবের অনুগামীরা।

   

অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সোল্ড আউট। বুক মাই শো-তে যা টিকিট ছাড়া হয়েছিল সেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অনলাইনে টিকিট শেষ, কিন্তু চাহিদা তো রয়েছে অনেকটা। এই সুযোগে কালোবাজারির আশঙ্কা করছেন কলকাতার ফুটবল প্রেমীদের একাংশ।

একটা টিকিটের জন্য হাপিত্যেশ করছেন মোহনবাগান সমর্থকরা। বোঝাই যাচ্ছে শনিবারের মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ হতে চলেছে হাউসফুল। একে ফাইনাল ম্যাচ, তার ওপর যুবভারতী ক্রীড়াঙ্গন, টিকিটের চাহিদা যে তাপমাত্রার মতো ঊর্ধ্বমুখী হবে সেটা আগে থেকে অনেকে হয়তো অনুমান করেছিলেন।

সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং টিভি চ্যানেল: ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা- বাংলা, স্পোর্টস ১৮ খেল- হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি- ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি- ইংলিশ। ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে।