Accident: আচমকা ব্রেকফেল করল গাড়ি! গভীর খাদে পড়ে মৃত্যু ৫ কলেজ পড়ুয়ার

উত্তরাখণ্ডের মুসৌরিতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে (Accident) গভীর খাদে পড়ে অন্তত ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার সকালে দেরাদুনের আইএমএস কলেজের চার ছাত্র…

accident-dehradun

উত্তরাখণ্ডের মুসৌরিতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে (Accident) গভীর খাদে পড়ে অন্তত ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার সকালে দেরাদুনের আইএমএস কলেজের চার ছাত্র ও দুই ছাত্রী মুসৌরি থেকে ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, ভোর পাঁচটা নাগাদ মুসৌরি-দেরাদুন সড়কে একটি এসইউভি গাড়িতে করে তাঁরা ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড় থেকে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ন্যান্সি নামে আহত এক ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসপি সিটি প্রমোদ কুমার বলেন, ‘মুসৌরি দেরাদুন সড়কের ঝাড়িপানি রোডে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। দেরাদুন আইএমএস কলেজের চার ছাত্র এবং দুই ছাত্রী মুসৌরি বেড়াতে গিয়েছিলেন। দুর্ঘটনায় ৫ জন মারা গিয়েছেন এবং ন্যান্সি নামে একটি মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে তবে অবস্থা আশঙ্কাজনক।

   

পুলিশ সূত্রে খবর, ৬ পড়ুয়া ছাড়াও আরও একজন অর্থাৎ মোট ৭ জন গাড়িটিতে ছিলেন। সম্ভবত তিনি চালক। দুর্ঘটনার খবর পেয়েই ইমার্জেন্সি রেসপন্স টিম, মুসৌরি পুলিশ, দমকল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা দুই ছাত্রীকে সংকটজনক অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই একজনের মৃত্যু হয়। ডাক্তারদের মতে, আঘাত গুরুতর হওয়ার কারণেই তাঁকে বাঁচানো যায়নি। 

এর আগে গত মাসে মুসৌরিতে একটি গাড়ি গভীর খাদে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়। ২২ এপ্রিলও উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় প্রায় একই ধরনের দুর্ঘটনা ঘটে। একটি চার চাকা গাড়ি খাদে পড়ে যাওয়ায় একজনের মৃত্যু হয়, আহত হন আরেকজন। মৃতের নাম প্রীতম সিং (২৪) এবং আহতের নাম সুরজ সিং (৩৫)। দু’জনেই রুদ্রপ্রয়াগের ভুঙ্কা গ্রামের বাসিন্দা ছিলেন।