Mumbai City FC: শেষবার কলকাতার ATK পেরেছিল মুম্বইকে রুখে দিতে

আবেগ বলছে এক কথা, পরিসংখ্যান বলছে অন্য কথা। প্লে অফ পর্যায়ে মুম্বই সিটি এফসির রেকর্ড বেশ ভালো। বাইরের মাঠেও বেশিরভাগ ম্যাচে অপরাজিত থেকেছে মুম্বই (Mumbai…

Mumbai City FC vs ATK Mumbai City FC: শেষবার কলকাতার ATK পেরেছিল মুম্বইকে রুখে দিতে

আবেগ বলছে এক কথা, পরিসংখ্যান বলছে অন্য কথা। প্লে অফ পর্যায়ে মুম্বই সিটি এফসির রেকর্ড বেশ ভালো। বাইরের মাঠেও বেশিরভাগ ম্যাচে অপরাজিত থেকেছে মুম্বই (Mumbai City FC)। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সমর্থকদের চুপ করিয়ে দিতে পারে বাণিজ্য নগরীর এই দল। শেষবার এটিকের (ATK) বিরুদ্ধে চাপে পড়েছিল মুম্বই।

যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের ম্যাচ দেখার জন্য উপস্থিত থাকতে পারেন প্রায় ৬০ হাজার দর্শক। যার মধ্যে সিংহভাগ সবুজ মেরুন সমর্থক থাকার সম্ভাবনা বেশি। ঘরের মাঠে খেলার সুবিধা পাবে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু মুম্বই সিটি এফসির ফুটবলাররা নিজেদের পিছিয়ে রাখতে নারাজ। গতকালের সাংবাদিক সম্মেলনে বরং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, চাপ থাকবে মোহনবাগান সুপার জায়ান্টের ওপর।

   

ইন্ডিয়ান সুপার লিগের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুম্বইয়ের বাইরে শেষ ছ’টি প্লে-অফ ম্যাচেই অপরাজিত থেকেছে মুম্বই সিটি এফসি। যার মধ্যে চারটি ম্যাচে দল জিতেছে, দু’টি ম্যাচে হয়েছে ড্র। বাইরের মাঠে মুম্বই সিটি এফসি একবার পরাজিত হয়েছিল, সেই ২০১৬ সালে। সেই মরসুমে হোসে মলিনার কোচিংয়ে থাকা এটিকে-র বিরুদ্ধে কলকাতায় হেরেছিল মুম্বই সিটি এফসি। ২-৩ স্কোরে হেরেছিল মুম্বই।

ফাইনাল ম্যাচে কলকাতার দলকে আগেও হারিয়েছে মুম্বই সিটি এফসি। ২০২০-২১ ফাইনালে আইল্যান্ডাররা মেরিনার্সকে পরাজিত করে তাদের প্রথম আইএসএল কাপ ট্রফি জিতেছিল। সেই সন্ধ্যায় মুম্বইয়ের হয়ে জয়সূচক গোল করেছিলেন বিপিন সিং ।