East Bengal FC: কুয়াদ্রাতের বিদেশি সহকারী হিসেবে আসছেন বেঙ্গালুরুর এই তারকা

ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এখন অতীত। আগামী দুই বছরের জন্য লাল-হলুদের (East Bengal FC) দায়িত্ব সামলাবেন কার্লোস কুয়াদ্রাত। সেই ঘোষণা হয়ে গিয়েছিল গত মাসের শেষের…

dimas delgado bengaluru fc

ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এখন অতীত। আগামী দুই বছরের জন্য লাল-হলুদের (East Bengal FC) দায়িত্ব সামলাবেন কার্লোস কুয়াদ্রাত। সেই ঘোষণা হয়ে গিয়েছিল গত মাসের শেষের দিকেই। কিন্তু কে হবেন তার সহকারী? এই নিয়ে জল্পনা ছিল চরমে।

দিনকয়েক আগেই দেশীয় সহকারী হিসেবে নির্বাচিত হয়েছেন জুনিয়র দলের কোচ বিনো জর্জ। আগামী তিন বছরের জন্য ইস্টবেঙ্গলে থাকবেন তিনি। কিন্তু বিদেশি সহকারী? এক্ষেত্রে প্রবলভাবে উঠে আসছে স্প্যানিশ তারকা দিমাস দেলগাডোর নাম। বলা যায় আসন্ন মরশুমের জন্য প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন তিনি। এবার শুধু নাম ঘোষণার অপেক্ষা।

বলাবাহুল্য, কার্লোস কুয়াদ্রাত বেঙ্গালুরু এফসির কোচ থাকার সময় দলের সঙ্গে ছিলেন দেলগাডো। তবে এবার সেই খেলোয়াড় দেলগাডোর বদলে কোচ হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। কোচিং করানোর ক্ষেত্রে তিনি একেবারেই নতুন হলেও খেলোয়াড় হিসেবে যথেষ্ট অভিজ্ঞ থেকেছেন এই স্প্যানিশ তারকা। এশিয়া থেকে শুরু করে ইউরোপের প্রথম ডিভিশনে ও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সেজন্য এই তারকা কেই আনা হতে পারে ইমামি ইস্টবেঙ্গল শিবিরে।

স্পেনের কাতালোনিয়ার একটি ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করলে ও পরবর্তীকালে বার্সেলোনায় চলে যান তিনি। সেখানে যুব দলের হয়ে খেলেন দুইটি মরশুম। তারপর নুমানসিয়ার। সেখানে দীর্ঘ বেশকিছু বছর থাকার পর চলে আসেন কার্তানায়। পরবর্তী সময় এ লিগ খেলতে ওয়েস্টার্ন সিডনিতে চলে আসেন তিনি। সেখানে ও যথেষ্ট সফল থেকেছেন এই তারকা। সব ঠিক থাকলে, আসন্ন মরশুমে কলকাতা ই ডেস্টিনেশন হতে চলেছে দেলগাডোর।