তিন প্রধানে খেলা ময়দান কাঁপানো তারকাকে নিয়ে চমক দিল Diamond Harbor FC

অসীম বিশ্বাস। ময়দান প্রেমীদের কাছে এই নাম অতি সুপরিচিত। এই অভিজ্ঞ বাঙালি ফরোয়ার্ড এবার যোগ দিলেন ডায়মন্ড হারবার এফসিতে (Diamond Harbor FC)। Advertisements কলকাতার ময়দানে…

Ashim Biswas

অসীম বিশ্বাস। ময়দান প্রেমীদের কাছে এই নাম অতি সুপরিচিত। এই অভিজ্ঞ বাঙালি ফরোয়ার্ড এবার যোগ দিলেন ডায়মন্ড হারবার এফসিতে (Diamond Harbor FC)।

Advertisements

কলকাতার ময়দানে একসময় এই আক্রমণ ভাগের ফুটবলার’কে নিয়ে হইচই পরে গেছিলো।তার দুরন্ত ফুটবল শৈলী জায়গা করে নিয়েছিল সকল ফুটবল প্রেমী মানুষের মনে।

বিজ্ঞাপন

ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান – কলকাতার তিন প্রধানের হয়ে একসময় খেলেছিলেন এই ফুটবলার।এছাড়া আইএসএলে জামশেদপুর এফসি’র হয়েও খেলেছিলেন তিনি।তার মতো একজন পোড়খাওয়া ফুটবলার ডায়মন্ডহারবারের আক্রমণ ভাগকে একটা আলাদা মাত্রা দেবে সে কথা বলাই যায়।

এইমুহুর্তে কলকাতা লিগের প্রথম ডিভিশনের গ্রুপ -‘এ’ র শীর্ষ স্থানে আছে ডায়মন্ডহারবার এফসি, কিবু ভিকুনা দলটাকে খুব ভালো ভাবে গুছিয়ে তুলেছেন।এখনও অবধি খেলা ছয় ম‍্যাচের মধ‍্যে একটি’তেও হারেনি তারা।
ছয় ম‍্যাচ খেলে জিতেছে ৫ টিতে,একটি’তে ড্র।প্রাপ্ত পয়েন্ট সংখ্যা ১৬।