Kibu Vicuna: কিবু স্যারের পরামর্শ বাগান জনতাকে

স্প্যানিশ জাদুকর কিবু ভিকুনা (Kibu Vicuna) এই নামের সঙ্গে মোহনবাগান সমর্থকদের এক গভীর সম্পর্ক। সালটা ২০১৯-২০ ফুটবল মরসুমের। স্প্যানিশ জাদুর ছোঁয়াতে সবুজ মেরুন তাঁবুতে এসেছিল…

Kibu Vicuna

স্প্যানিশ জাদুকর কিবু ভিকুনা (Kibu Vicuna) এই নামের সঙ্গে মোহনবাগান সমর্থকদের এক গভীর সম্পর্ক। সালটা ২০১৯-২০ ফুটবল মরসুমের। স্প্যানিশ জাদুর ছোঁয়াতে সবুজ মেরুন তাঁবুতে এসেছিল আই লিগ।

এবার সেই কিবু ভিকুনা যিনি এখন ডায়মন্ড হারবার এফসির কোচ তিনিই ৷ ATK মোহনবাগানের ডুরান্ড কাপ টুর্নামেন্টে প্রীতম কোটালদের পারফরর্মেন্সের কাঁটাছেড়া করতে গিয়ে বলেন, “মোহনবাগান প্রচুর সুযোগ তৈরি করেছে, ক্রিয়েটিভ এবং দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে! বুদ্ধিমান কোচ,ভাল কোচিং স্টাফ প্রতি পজিশনে দক্ষ ফুটবলার আছে,চিন্তার কিছুই নেই,দলটার সবই পজিটিভ, সময় দিন,গোলটা এমনিই আসবে”।

প্রসঙ্গত,চলতি ডুরান্ড কাপে বাগান ফুটবল টিম আহামরি খেলা দেখাতে পারে নি। চিরপ্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ০-১ গোলে জিতলেও তা লাল হলুদ ফুটবলার সুমিত পাসির আত্মঘাতী গোলের সুবাদে। দ্বিতীয় ম্যাচ, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র আর টুর্নামেন্টের শুরুতে রাজস্থান ইউনাইটেড এফসির বিরুদ্ধে ৩-২ গোলে হার। রাজস্থানের বিরুদ্ধে হেডকোচ হুয়ান ফেরান্দোর ফুটবলারদের নিয়ে ম্যাচে পরীক্ষা- নিরীক্ষা,মুম্বই’র বিরুদ্ধে এগিয়ে থেকেও গোল খাওয়া সবুজ মেরুন জনতার মন ভরাতে পারেনি শুভাশিস বোসরা। বাগান ফুটবলারদের এমন পারফরর্মেন্স নিয়ে সমর্থকরা ক্ষোভ উগড়ে দিচ্ছে।

তাই মঙ্গলবার ATK মোহনবাগান টুইট পোস্ট করেছে ইন্ডিয়ান নেবির বিরুদ্ধে খেলার প্রসঙ্গে। টুইট পোস্ট হল “পরবর্তী: আমাদের গ্রুপ পর্বের চূড়ান্ত লড়াই!
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon ” তবে বুধবার যাদবপুর কিশোর ভারতী স্টেডিয়ামে নৌবাহিনী দলের বিরুদ্ধে নামার আগে নিজেদের পারফরর্মেন্স মেলে না ধরতে পারার কারণেই টুর্নামেন্টের শেষ আটে যাওয়ার রাস্তা বন্ধ না হলেও কঠিন করে তুলেছে হুয়ান ফেরান্দোর ছেলেরা।

ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম্যাচ এখন বাগান শিবিরের কাছে”ডু অর ডাই” ম্যাচ সিচুয়েশন। ইতিমধ্যে শহরে পা রেখেছে অস্ট্রেলিয় ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। মাঠে নামতে পারার সম্ভাবনা ক্ষীন জেটল্যাগের কারণে।তবে মাঠে বসে দলের খেলা দেখে টিমের হাল হকিকৎ’র একটা আভাষ পেতে পারেন অজি স্ট্রাইকার।