AFC Champions League: চার বছর আগের ইতিহাসের দিকে বাংলাদেশের ক্লাব

AFC প্রতিযোগিতার (AFC Champions League) শুরুটা ভালো করল বাংলাদেশের ঢাকা আবাহনী ক্লাব (Dhaka abahoni)। মালদ্বীপের ফুটবল ক্লাব ঈগলসের বিরুদ্ধে ২-১ গোল জিতেধে ঢাকা আবাহনী।

Dhaka abahani

AFC প্রতিযোগিতার (AFC Champions League) শুরুটা ভালো করল বাংলাদেশের ঢাকা আবাহনী ক্লাব (Dhaka abahoni)। মালদ্বীপের ফুটবল ক্লাব ঈগলসের বিরুদ্ধে ২-১ গোল জিতেধে ঢাকা আবাহনী। বাংলাদেশের দলের হয়ে অভিষেক ম্যাচ গোল করলেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। চার বছর আগে AFC কাপে অন্যতম সেরা পারফরম্যান্স করেছিল দল। এদিনের জয়ের সুবাদে ফুটবল প্রেমীরা আরও একবার ফিরে তাকাচ্ছেন ইতিহাসের পাতায়।

ধারাভারে ঈগলসের থেকে অনেকটাই এগিয়ে ছিল ঢাকা আবাহনী। দলের বিদেশি স্কোয়াড বেশ ভালো। এশিয়ান প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্য নিয়েই কর্নেলিয়াস স্টুয়ার্ট স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এশিয়ান ফুটবলে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের গোল করার রেকর্ড চোখে পড়ার মতো। বুধবার ঈগলসের বিরুদ্ধে নিরাশ করেননি তিনি। তার করা গোল ম্যাচে এগিয়ে গিয়েছিল ঢাকা আবাহনী। বিরতির আগে ডেভিড ইফেয়াগুর দুর্দান্ত সেট আপ থেকে গোল করেছিলেন কর্নেলিয়াস স্টুয়ার্ট।

   

এদিনের সিলেটের মাঠে দাপটের সঙ্গে ফুটবল খেলেছে ঢাকা আবাহনী। আরো কিছু গোল করার সুযোগ চলে এসেছিল তাদের সামনে। ৬৩ মিনিটের ঝটিতি আক্রমণে স্কোরলাইন হয়ে যায় ১-১। ঈগলস দলকে সমতায় ফেরান রিজুভান। মিনিট কুড়ি পর ফের ম্যাচে এগিয়ে যায় আবাহনী। এবার গোল করলেন দানিলো। এটিই ম্যাচের নির্ণায়ক গোল হয়ে রইল। মুজাফফরভের কর্নার থেকে হেডে গোল করেছিলেন তিনি। ঢাকা আবাহনীর পরের ম্যাচ ২২ আগস্ট। প্রতিপক্ষ আজকের মোহন বাগান সুপার জায়ান্ট বনাম মাচিন্দ্রা এফসির মধ্যে বিজয়ী দল।