ডার্বি ম্যাচের আগে আগাছালো মেরিনার্সরা

SPORTS :চলতি ইন্ডিয়ান সুপার লীগ(ISL) ২০২১-২২ মরসুমে টানা তিন ম্যাচ স্থগিত হয়েছে ATK মোহনবাগানের, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের জেরে। গত ISL’র মেরিনার্সদের পারফরম্যান্স আর চলতি সেশনের…

SPORTS :চলতি ইন্ডিয়ান সুপার লীগ(ISL) ২০২১-২২ মরসুমে টানা তিন ম্যাচ স্থগিত হয়েছে ATK মোহনবাগানের, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের জেরে। গত ISL’র মেরিনার্সদের পারফরম্যান্স আর চলতি সেশনের পারফরম্যান্সকে সামনে রাখলে আকাশ পাতাল তফাৎ স্পষ্টতই ধরা পড়বে।

আগামী শনিবার, ২৯ জানুয়ারি ফতোর্দার PJN স্টেডিয়ামে হবে ওই প্রেস্টিজিয়ার্স লড়াই, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মেরিনার্স ক্যাম্প (Mohun Bagan)।

কিন্তু প্রস্তুতি শুরু করলেও কোভিড-১৯ ভাইরাস গ্রাস করেছে সবুজ মেরুন ফুটবলারদের ফিটনেস লেভেলে।অনেক খেলোয়াড়ই শারীরিক ও মানসিক ভাবে কিছুটা পিছিয়ে পড়েছে। চলতি ISL টুর্নামেন্টে করোনার জেরে ATK মোহনবাগানের ম্যাচ নম্বর ৫৩ ওডিশা এফসির বিপক্ষে,ম্যাচ ৬১ বেঙ্গালুরু এফসি এবং ম্যাচ ৬৬ কেরালা ব্লাস্টার্স এফসি এই তিন ম্যাচ স্থগিতের ধাক্কা কাটিয়ে টিমকে উইনিং ট্র‍্যাকে ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ হয়ে উঠেছে স্প্যানিশ হেডকোচ হুয়ান ফেরান্দোর (Juan Fernando) কাছে। কিন্তু ওডিশা এফসি’র বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে গোলশূন্য ড্র সবুজ মেরুন শিবিরের কাছে জোর ধাক্কা, বিশেষত হাইভোল্টেজ ডার্বি ম্যাচ খেলতে নামার আগে।

২০২১-২২ ইন্ডিয়ান সুপার লীগ(ISL) সেশনে টানা তিন ম্যাচ না হওয়ায় ফুটবলারদের মানসিকতার ওপর প্রভাব পড়েছে এমন বিস্ফোরক স্বীকারোক্তি ATK মোহনবাগানের হেডকোচ হুয়ান ফেরান্দো আগেভাগেই করেছেন। এই প্রসঙ্গে অত্যন্ত জোরের সঙ্গে সবুজ মেরুন হেডস্যার বলেছেন,”অবশ্যই। ম্যাচের প্রস্তুতি হয়ে যাওয়ার পরে যদি ম্যাচের দিন সকালে জানা যায় ম্যাচটা হচ্ছে না, তা হলে খুবই হতাশ লাগে। আমাদের ক্ষেত্রে এইরকম তিন-তিনবার হয়েছে। তবে এটা একটা কঠিন সময়। এই সময়ে ঝুঁকি নেওয়াটা ঠিক নয়। প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।”

তবে ডার্বি ম্যাচ মানেই অঘটনের ঘনঘটায় মোড়া ট্র‍্যাজিক মুহুর্ত।টানা তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন, গত ইন্ডিয়ান সুপার লীগ(ISL)সেশন এবং চলতি মরসুম মিলিয়ে।

প্রসঙ্গত, ডার্বি ম্যাচের টেম্পারমেন্ট সম্পূর্ণ আলাদা।ডার্বি ম্যাচে যে দল ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখতে পারে জয় তাদেরই। পেন্ডুলামের মতোই ডার্বি ম্যাচ ৫০-৫০ এর লড়াই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের (বর্তমানে এসসি ইস্টবেঙ্গল এবং ATK মোহনবাগান আনুষ্ঠানিক নামকরণ) টিমের কাছে।

এককথায়, হাইভোল্টেজ ডার্বি ম্যাচের মনস্তাত্ত্বিক লড়াই, উত্তাপ মাঠের ভিতর খেলা চলাকালীন যতটা, মাঠের বাইরে মনস্তাত্ত্বিক লড়াই সঙ্গে উত্তাপ অনেকটাই বেশি। যে টিম এই চাপ ধরে রেখে ডার্বি ম্যাচের দিন পারফর্ম করবে তারাই ‘কেল্লা ফতেহ’ করতে পারবে।

এখন অবশ্য পরিস্থিতি অন্যরকম। ATK মোহনবাগান শিবিরে কোভিড হানা সঙ্গে টানা তিন ম্যাচ স্থগিত হওয়া কিক অফের ঠিক আগের মুহুর্তে, এর প্রভাব ধারাবাহিতার নিরিখে পারফরম্যান্সে, সব মিলিয়ে ডার্বি ম্যাচের আগে আগাছালো মেরিনার্সরা।