Big Marhaba: কৌশিক-আজহারদের পাশে খেলবেন মিশরের ম্যাজিশিয়ান

Alaaeldin Nasr

একটু একটু করে স্কোয়াড অনেকটা গুছিয়ে নিয়েছে দিল্লি ফুটবল ক্লাব (Delhi Football Club)। বেশ কয়েকজন ঘরোয়া প্রতিভাদের ইতিমধ্যে রাজধানী শহরের দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এবার ক্লাবে সই করলেন এক নতুন বিদেশি ফুটবলার।

সম্প্রতি নতুন বিদেশি ফুটবলারকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে দিল্লি ফুটবল ক্লাব। মিশর থেকে ফুটবলার নিয়ে আসছে তারা। আগামী মরসুমে ভারতের অন্যতম এই ফুটবল ক্লাবের হয়ে মাঠে নামবেন মিশরের Alaaeldin Nasr। নাসের খেলেন দলের রক্ষণভাগে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইজিপ্টের এই ফুটবলারের বয়স তিরিশের কোঠায়। এশিয়ান স্তরে ফুটবলেই মূলত খেলেছেন তিনি। বাংলাদেশের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ ক্লাবের ক্লাবের হয়ে অতীতে খেলেছেন Alaaeldin Nasr।

   

দিল্লি ফুটবল ক্লাবে এবার দেখা যাবে একাধিক বাঙালি ফুটবলারকে। কৌশিক সরকার, আজহারউদ্দিন মল্লিক তাদের মধ্যে অন্যতম। তুলনামূলক ভাবে দিল্লি ফুটবল ক্লাবের স্কোয়াডের আক্রমণভাগের গভীরতা বেশি। তাই ব্যালান্স দল গড়ার জন্য দরকার ছিল একজন ভালো মানের ডিফেন্ডারের। ফর্মে থাকলে Alaaeldin Nasr সেই কাজটা করে দিতে পারবেন নিপুণভাবে। তবে তার বয়স ইতিমধ্যে ছাড়িয়েছে। সেরা ফর্মে নেই। এই অবস্থায় ভারতীয় ফুটবলের সঙ্গে তিনি কতটা মানিয়ে নিতে পারবেন এখন সেটাই দেখার।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে Alaaeldin Nasr এর ব্যাপারে। মিশরের এই ফুটবলারকে দলে নেওয়ার পর করা হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্ট। যার ক্যাপশনে লেখা, “নিশ্চিতভাবে একজন বড় ‘মারহাবা’ এবং মিশরের রক্ষণ ভাগের স্তম্ভ, আমাদের দলের জন্য অভিজ্ঞতা এবং উচ্চতা নিয়ে এসেছেন।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন