East Bengal: সোমবার গভীর রাতে শহরে আসছেন লাল-হলুদ তারকা ফুটবলার

কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপারজায়ান্টস। কোচে্ হুয়ান ফেরেন্দোর তত্ত্বাবধানে জোরকদমে অনুশীলন চালাচ্ছে মোহনবাগান সুপারজায়ান্টস।

Borja Herrera

আগামী মাসের প্রথমদিক থেকেই শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। তারপর সেপ্টেম্বরের শেষ দিকেই শুরু হয়ে যাবে হিরো আইএসএল। তাই সবদিক মাথায় রেখে এখন জোরকদমে অনুশীলন চালাচ্ছে প্রত্যেকটি ফুটবল দল। বাদ নেই কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপারজায়ান্টস। কোচে্ হুয়ান ফেরেন্দোর তত্ত্বাবধানে জোরকদমে অনুশীলন চালাচ্ছে মোহনবাগান সুপারজায়ান্টস।

আগত ফুটবল মরশুমে ডুরান্ড কাপের পাশাপাশি হিরো আইএসএল ও এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই একমাত্র লক্ষ্য তাদের। সেইমতো চলছে অনুশীলন। অন্যদিকে ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে ভারতে আসার কথা থাকলেও ভিসাজনিত সমস্যার কারনে অনেকটাই পিছিয়ে ভারতে আসতে হয়েছে লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতকে।

তবে জুনিয়র দলের কোচ তথা কুয়াদ্রাতের ভারতীয় সহকারী বিনো জর্জের নেতৃত্বে অনেক আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিল লাল-হলুদ দলের ভারতীয় ফুটবলাররা। লালচুংনুঙ্গা থেকে শুরু করে নিশু কুমার, মন্দাররাও দেশাই ও নাওরেম মহেশ সিংয়ের মতো ফুটবলারদের, শহরে আসার পর থেকেই জোর কদমে শুরু হয়ে যায় অনুশীলন।

তবে কার্লোস কুয়াদ্রাত সহ দলের অন্যান্য সহকারী কোচেরা শহরে আসার পর থেকেই শুরু হয়ে যায় মূল অনুশীলন। ডুরান্ড কাপের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করা সম্ভব না হলেও সল্টলেকের এক্সিলেন্স ময়দানে চলতে থাকে অনুশীলন। তবে শুধুমাত্র সিনিয়র ফুটবলাররাই নয়, জুনিয়র দলের একাধিক ফুটবলারদের ও পরখ করে নিতে থাকেন স্প্যানিশ কোচ।

এছাড়াও গত পড়শু শহরে এসে উপস্থিত হয়েছেন লাল-হলুদ দলের দুই বিদেশি ফুটবলার। জাভিয়ের সিভেরিও টোরো ও সাউল ক্রেসপো। বর্তমানে মাঠে নেমে কোচের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছেন দুইজন। তবে সকলের প্রশ্ন ছিল, কবে শহরে এসে উপস্থিত হবেন হায়দরাবাদ দলের আরেক তারকা ফুটবলার তথা বোরহা হেরেরা? বিশেষ সূত্র মারফত খবর, সোমবার ভোর রাত্রে শহর কলকাতার বুকে পা রাখতে চলেছেন এই স্প্যানিশ ফুটবলার। তারপর কিছুটা বিশ্রাম নিয়েই যোগ দেবেন অনুশীলনে। বর্তমানে তার আসার অপেক্ষায় আপামর লাল-হলুদ জনতা।