IPL 2024 Clash: বহুদিন পর আবারও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মহেন্দ্র সিং ধোনি। যা নিয়ে অনেকটাই চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু শেষ রক্ষা হলনা এবার। নির্ধারিত কুড়ি ওভারের শেষে অনায়াসেই জয় তুলে নিল ঋষভ পান্থের দল। যারফলে, এবার তিন ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে আসল দিল্লি।
অন্যদিকে, তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকল গতবারের আইপিএল জয়ীরা। এই ম্যাচে জয় পেলে অনায়াসেই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে শীর্ষে চলে যেতে পারত চেন্নাই। কিন্তু ভাগ্য সহায় হলনা এবার।
উল্লেখ্য, এই ম্যাচের প্রথমেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তারপর সময় যত এগিয়েছে অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং ভারতীয় তারকা পৃথ্বী শয়ের যুগলবন্দীতে রানের সংখ্যা বাড়াতে থাকে দল। ব্যাট হাতে ৩৫ বলে ৫২ রানের ঝড় ইনিংস খেলেন ওয়ার্নার। পরবর্তীতে মাঠে নামেন দলের অধিনায়ক ঋষভ পান্থ। অনায়াসেই নিজের হাফ সেঞ্চুরি সম্পন্ন করেন তিনি।
শেষ পর্যন্ত মিচেল মার্শ থেকে শুরু করে অভিষেক পোড়েলদের দৌলতে নির্ধারিত কুড়ি ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ধরাশায়ী হন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড। যারফলে, বেশকিছুটা চাপে পড়ে যায় চেন্নাই।
তবে পরবর্তীতে অজিঙ্ক রাহানের হাত ধরে পুনরায় লড়াইয়ে ফিরে আসে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু তার বেশিক্ষণ স্থায়ী হয়নি। এরপর কিউই তারকা ড্যারিল মিচেলের ব্যাটে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে এবং তরুণ তারকা সমীর রিজভীর আউট ফের চাপে ফেলে দেয় দলকে। এমন পরিস্থিতিতে দলের হাল ফেরাতে বেশ কয়েকটি শট খেলেন রবীন্দ্র জাদেজা।
পরবর্তীতে মাঠে আসেন মহেন্দ্র সিং ধোনি। উভয়ের যুগলবন্দীতে মোট ৩৩ বলে ৫৮ রানের পার্টনারশিপ তৈরি হলেও তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিলনা। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। ২০ রানে সহজ জয় তুলে নেয় দিল্লি। তবে এই ম্যাচে জয় না এলেও বহুদিন পর মহেন্দ্র সিং ধোনিকে পুরোনো ছন্দে দেখে খুশি সকলেই।