Lok Sabha Election 2024: পুরুলিয়ায় ৬ মাহাতোর লড়াই

এবারের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) পুরুলিয়ায় ৬ মাহাতোর লড়াই। মাহাতদের দাবি আদায়ে প্রার্থী দিয়েছেন কুর্মিরাও। তাঁদের প্রার্থীর পদবীও মাহাত। লোকসভা কেন্দ্র – পুরুলিয়া।…

Purulia Mahato kurmi

এবারের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) পুরুলিয়ায় ৬ মাহাতোর লড়াই। মাহাতদের দাবি আদায়ে প্রার্থী দিয়েছেন কুর্মিরাও। তাঁদের প্রার্থীর পদবীও মাহাত।

লোকসভা কেন্দ্র – পুরুলিয়া। জঙ্গলমহলের এই জেলায় মাহাত ভোট বড় ফ্যাক্টর। মাহাত ভোটার প্রায় ৩০ শতাংশ। এই কেন্দ্রের ভোটের প্রার্থীদের সবাই মাহাত। এখনও পর্যন্ত ছয় প্রার্থীর নাম সামনে এসেছে। সবারই পদবী মাহাত।

  1. তৃণমূলের শান্তিরাম মাহাত
  2. বিজেপির জ্যোতির্ময় সিং মাহাত
  3. কংগ্রেসের নেপাল মাহাত
  4. ফরওয়ার্ড ব্লকের ধীরেন মাহাত
  5. এসইউসিআইয়ের সুস্মিতা মাহাত
  6. এবং আদিবাসী কুর্মি সমাজের অজিত মাহাত

কুর্মিদের পদবি সবসময়েই মাহাত। মাহাতরা ওবিসি তালিকাভুক্ত। একাধিক দাবিতে কুর্মিরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এই দাবিগুলির মধ্যে একটি হল, কুর্মিদের এসটি তালিভুক্ত করতে হবে। এই সব দাবি আদায়েই এবার সরাসরি ভোটের ময়দানে কুর্মি নেতা অজিত মাহাত।

উনিশের লোকসভা ভোটেও পুরুলিয়ায় ছিল মাহাতদের লড়াই। তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস, সব দলেরই প্রার্থীর পদবী ছিল মাহাতো। এবার সেই পুরুলিয়ায় ছয় মাহাতর লড়াই।