জলপাইগুড়িতে মিনি টর্নেডো! মাত্র ১৫ মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত পাঁচশো বাড়ি, মৃত ৪

উত্তরবঙ্গে দু-তিনদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিলই, কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগে যে এভাবে তছনছ হয়ে যেতে হবে তা বোধ হয় কল্পনাতীত ছিল সকলেরই৷ জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি,…

representative image of mini tornedo

উত্তরবঙ্গে দু-তিনদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিলই, কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগে যে এভাবে তছনছ হয়ে যেতে হবে তা বোধ হয় কল্পনাতীত ছিল সকলেরই৷ জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকা ঝড়ের তাণ্ডবলীলায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, ‘মিনি টর্নেডো’র কারণেই এমন ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে৷ ইতিমধ্যেই সমাজমাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ভাইরাল এই ‘মিনি টর্নেডো’র ছবি৷

Mini Tornedo in Jalpaiguri

তবে এখানেই শেষ নয়৷ রাত বাড়লে ফের ঝড়ের আশঙ্কা রয়েছে৷ জানা গিয়েছে, হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে। নেপাল থেকে আসা বজ্রবিদ্যুৎ-সহ মেঘের কারণে এই ঝড়-বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন: Storm Attack: ঝড়ের দাপটে গুয়াহাটি বিমানবন্দরে বন্যা! ত্রিপুরা তছনছ

রবিবার বেলা সাড়ে ৩ টে নাগাদ জলপাইগুড়ি জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। মিনিটে ১৫-র ঝড়েই প্রায় পাঁচশোর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ ৪ জনের প্রাণহানি হয়েছে৷ আহতের সংখ্যা বহু৷ রাস্তায় গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়েছে৷ দুর্ঘটনা এড়াতে সমগ্র জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। জলপাইগুড়িতে পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেছে পৌরসভা৷

আরও পড়ুন: Rainfall: মেঘে ঢাকল আকাশ, বাংলায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সমগ্র ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঝড়ে প্রাণহানি, ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন তিনি৷ নিহতদের পরিবারের সদস্যদেরও সমবেদনা জানিয়েছেন তিনি৷

mamata banerjee x handle post on mini tornedo

জানা গিয়েছে, উত্তরবঙ্গের বহু জায়গাতেই কম-বেশি ঝড়ের তাণ্ডবলীলা চললেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর ও ময়নাগুড়ির বার্নিশ এলাকায়।