তিনবারের অলিম্পিয়ান ভারতীয় মহিলা তীরন্দাজ দীপিকা কুমারী (Deepika Kumari) মা হওয়ার ১৪ মাস পর খেলার নাঘে পেলেন সাফল্য। ইরাকের বাগদাদে অনুষ্ঠিত এশিয়া কাপ আরচারি (Asia Cup Archery) ২০২৩ গ্রুপ ওয়ান পর্বের টুর্নামেন্টে দীপিকা দুর্দান্ত পারফর্ম করেছিলেন। বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজ দীপিকা এই প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক জিতেছেন।
মহিলাদের ব্যক্তিগত বিভাগ এবং দলগত ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। এই প্রতিযোগিতায় ভারতীয় ক্রীড়াবিদরা ১০টি স্বর্ণ, তিনটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক সহ মোট ১৪টি পদক জিতেছেন। প্রতিযোগিতার শেষ দিনে ভারত তিনটি রৌপ্য পদক জয়ের পাশাপাশি সাতটি ফাইনাল জিতেছে।
দীপিকা কুমারী ৬-২ ব্যবধানে সিমরনজিৎ কৌরকে পরাজিত করে রিকার্ভ মহিলা খেতাব জিতেছেন। ২০২২ সালের জুনের পর এটিই তাঁর প্রথম শিরোপা। বিশ্বকাপের স্টেজ থ্রি ইভেন্টে দলগত ইভেন্টে রৌপ্য পদকও জিতেছিলেন তিনি। দীপিকার নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল শুট-অফ ফিনিশিংয়ে উজবেকিস্তানকে ৫-৪ ব্যবধানে পরাজিত করে স্বর্ণ পদক জিতেছে।
And 🇮🇳’s medal 🏅 rush continues at the #Archery🏹 Asia Cup Stage 1🎉
Check out the latest medal winners👇
* Deepika Kumari 🥇 defeated Simranjeet Kaur 🥈 6-2 to win Women’s Recurve Individual Event
* Dhiraj 🥇defeated Tarundeep Rai 🥈 7-3 to win Men’s Recurve Individual Event… pic.twitter.com/ohXXXBEMuD
— SAI Media (@Media_SAI) February 25, 2024
একপেশে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে আরও দুটি সোনা জিতেছে ভারতের পুরুষ দল ও মিশ্র দল। গত বছর গোয়ায় অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন দীপিকা। এরপর মা হওয়ার পর কামব্যাক করে সোনার মেডেল জয়। গত মাসে কলকাতায় অনুষ্ঠিত ন্যাশনাল সিলেকশন ট্রায়ালেও শীর্ষে ছিলেন তিনি। এরপরই দলে জায়গা করে নিয়েছিলেন।
Deepika Kumari STORMS BACK onto international stage. ⚡️
She gets GOLD at the Asia Cup in Baghdad. 🥇👏#ArcheryAsia pic.twitter.com/G6jkBQWcgt— World Archery (@worldarchery) February 25, 2024