TMC: উত্তপ্ত সন্দেশখালি, তৃণমূল নেতাকে গুলি করে খুন

ইডির ওপর হামলা, মহিলাদের ওপর অত্যাচার, জমি ছিনিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগকে ঘিরে ইতিমধ্যে অশান্ত হয়ে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali) গ্রাম। এরই মাঝে ঘটে গেল আরো…

TMC-flag

ইডির ওপর হামলা, মহিলাদের ওপর অত্যাচার, জমি ছিনিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগকে ঘিরে ইতিমধ্যে অশান্ত হয়ে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali) গ্রাম। এরই মাঝে ঘটে গেল আরো এক বড় অঘটন। খুন হয়ে গেলেন শাসক দল তৃণমূল-এর এক নেতা। উওর ২৪ পরগণার গুমাতে তৃণমূলের এক উপপ্রধানকে খুনের অভিযোগ উঠল। তাঁকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। একদিকে যখন সন্দেশখালীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে সমগ্র বাংলা , ঠিক তখনই তৃণমূল (TMC) নেতার খুন হয়ে যাওয়ার ঘটনাকে মোটেই ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল। মৃতের নাম বিজন দাস বলে জানা গেছে। তিনি গুমা (Guma) ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি জন্মদিনের পার্টি চলাকালীন বচসার জেরে গুলি করা হয় বিজন দাসকে । ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ অবধি শুরু করেছে পুলিশ বলে খবর। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল।