২৮ এপ্রিলের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডমিট কার্ড কবে দেবে WBJEE?

চিন্তিত ছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) বোর্ডের পরীক্ষার্থীরা। কারণ পরীক্ষার আগেই ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। তবে সমস্ত বিষয়কে বজায় রেখেই সরকারিভাবে আপাতত বিষয়টি…

wbjee exam student

চিন্তিত ছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) বোর্ডের পরীক্ষার্থীরা। কারণ পরীক্ষার আগেই ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। তবে সমস্ত বিষয়কে বজায় রেখেই সরকারিভাবে আপাতত বিষয়টি নিয়ে ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর, নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা হতে চলেছে। আর সেদিনই পরীক্ষার জন্য কোন কোন স্কুলে আসন পড়বে, কোন কোন শিক্ষকরা পরীক্ষাকেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকবেন, সেই সংক্রান্ত যাবতীয় বিষয় পর্যালোচনা করে দেখা হচ্ছে।

পরীক্ষার্থীদের যাতে ন্যূনতম অসুবিধা না হয়, সেই বিষয়টির উপর সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর। সেইসব বিষয় নিশ্চিত করার পরে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। যা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

এমনিতে ২০২৪ সালে যে ২৮ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে, তা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। সেইমতো অনলাইনে আবেদন প্রক্রিয়া চলেছে।

জয়েন্ট বোর্ডের সূচি অনুযায়ী আগামী ১৮ এপ্রিল অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। আর পরীক্ষা হবে ২৮ এপ্রিল। প্রথম দফায় সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে। প্রথম পত্রে অঙ্ক থাকবে। আর দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে। চলবে বিকেল চারটে পর্যন্ত। যে দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়ন আছে।

কিন্তু এবার লোকসভা ভোটের কারণে আদৌও সেইসময় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে কিনা, তা নিয়ে চিন্তিত ছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কারণ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী, ২৮ এপ্রিল ভোট হবে না। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল ভোটগ্রহণ হবে।  সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ২৮ এপ্রিল ভোট না হলেও যে কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে, তা কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে যেতে পারে। কেন্দ্রীয় বাহিনীর শিবির খোলার সম্ভাবনা থাকে। পাশাপাশি শিক্ষকদেরও ভোটের ডিউটি পড়ার কথা। তবে শেষ পর্যন্ত জানান হয় ২৮ এপ্রিলই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। এই খবরে খুশি পরীক্ষার্থীরা।