WPL 2024 : ফাইনালের পথে মুম্বই ইন্ডিয়ান্স

হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) গত বছরের মতো এ বছরও হাল না ছাড়ার মনোভাব ব্যক্ত করেছে। পরিস্থিতি যাই হোক না কেন,…

wpl 2024 back to back win for mumbai indians

হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) গত বছরের মতো এ বছরও হাল না ছাড়ার মনোভাব ব্যক্ত করেছে। পরিস্থিতি যাই হোক না কেন, প্রতিবারই চাপের মুখ থেকে বেরিয়ে আসে এই দলের মধ্যে জয়ের তাগিদ। এখন উইমেন্স প্রিমিয়ার লীগে (WPL 2024) টানা দুটি জয়ের সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবারও ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে রয়েছে। তাছাড়া ৩ দলের যাত্রা প্রায় শেষের দিকে।

গত মরসুমে ব্যাপক সাফল্যের পর বিসিসিআই শুরু করেছে এবারের উইমেন্স প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসর। পুরুষদের আইপিএলের মতো এই লীগের জনপ্রিয়তা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। অন্যতম বড় কারণ মুম্বই ইন্ডিয়ান্স। দলটি এখনও পর্যন্ত মরসুমে একটি ম্যাচও হারেনি। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মুম্বই।

মুম্বই এখনও পর্যন্ত দিল্লি ও গুজরাটকে হারিয়েছে, আরসিবি রয়েছে ২ নম্বরে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস ম্যাচে দলের অর্ধেকেরও বেশি পরিবর্তন করার পরেও গুজরাটের জন্য ফলাফল প্রত্যাশিত ছিল না। আরও একবার দলের ব্যাটিং শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ভেদা কৃষ্ণমূর্তি (০), হারলিন দেওল (৮), দয়ালান হেমলতা (৩) ও অ্যাশলে গার্ডনার (১৫) থাকা সত্ত্বেও দল মাত্র ১২৬ রান করতে পেরেছিল গুজরাট। উইমেন্স প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা সিড্রিন ব্রাইস ও তনুজা কানওয়ারের অবদান যথাক্রমে ২৫ ও ২৮ রান।

হরমনপ্রীত কৌর (৪৬), এমেলিয়া কার (৩১) ও নাটালি স্কিভার-ব্রান্টের (২২) ব্যাটে ৫ উইকেট বাকি থাকতেই ১২৭ রানের টার্গেট অতিক্রম করে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হলেন এমিলিয়া, যিনি প্রথমে ৪ উইকেট নিয়ে গুজরাটের ব্যাটসম্যানদের নাজেহাল করে দিয়েছিলেন। তারপরে ৩১ রান অবদান রাখেন ব্যাট হাতে।