East Bengal: দেবজিৎ এলে বিদায় হতে পারে কমলজিৎ-এর

দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে (East Bengal) ফিরে আসতে পারেন। সম্প্রতি এই জল্পনা হয়েছে প্রবল। দেবজিৎ ইস্টবেঙ্গলে ফিরে এলে যোগ দেবেন কার জায়গায়? Advertisements ইস্টবেঙ্গলের বর্তমান স্কোয়াডে…

Debjit Majumder Kamaljit Singh

দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে (East Bengal) ফিরে আসতে পারেন। সম্প্রতি এই জল্পনা হয়েছে প্রবল। দেবজিৎ ইস্টবেঙ্গলে ফিরে এলে যোগ দেবেন কার জায়গায়?

Advertisements

ইস্টবেঙ্গলের বর্তমান স্কোয়াডে একাধিক অভিজ্ঞ ও ভালোমানের গোলরক্ষক রয়েছেন। মরসুমের শুরুর দিক কমলজিৎ সিং-কে নিয়ে লাল হলুদ সমর্থকদের মধ্যে চড়েছিল প্রত্যাশার পারদ। ইস্টবেঙ্গলের হয়ে বেশ কিছু ম্যাচে দূর্গ রক্ষা করার দায়িত্ব ছিলেন তিনি। দাগ কাটতে পারেননি। ২৮ বছর বয়সী এই গোলকিপার তেকাঠির নীচে সেভাবে দলকে নির্ভরতা যোগাতে পারেননি।

   

কমলজিৎকে সরিয়ে প্রথম একাদশে ক্রমে নিজের জায়গা পাকা করেছেন তরুণ গোলরক্ষক প্রভুসুখন গিল। বছর তেইশের গিল আগামী মরসুমেও ক্লাবে নিশ্চিত বলে ধরে নেওয়া হচ্ছে। তাঁর এখন যা ফর্ম তাতে তিনিই থাকতে পারেন দলের ফার্স্ট চয়েস গোলকিপার।

সুপার কাপ জেতার সুবাদে আগামী মরসুমে আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। তাছাড়া রয়েছে ঘরোয়া টুর্নামেন্ট। সব মিলিয়ে এবারের থেকে আসন্ন আগামী মরসুম লাল হলুদ ব্রিগেডের জন্য হতে পারে আরও দীর্ঘ। দীর্ঘ মরসুমের জন্য একাধিক নির্ভরযোগ্য গোলরক্ষক স্কোয়াডে থাকা দরকার।

কমলজিৎ ভরসা যোগাতে পারেননি। তাঁর জায়গায় দেবজিৎ মজুমদার লাল হলুদ স্কোয়াডে ফিরে এলে ক্লাব সমর্থকরা অবাক হবেন না। ধারাবাহিকভাবে প্রথম একাদশে না হলেও, ব্যাক-আপ গোলকিপার হিসেবে বঙ্গ সন্তান হতে পারেন আদর্শ। সেক্ষেত্রে কমলজিৎ-কে অন্য ক্লাবে লোনে পাঠানোর সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাবে না।