Congress-এর ইস্তেহারকে পাকিস্তানের সঙ্গে তুলনা মুখ্যমন্ত্রীর

কংগ্রেসের (Congress) ইস্তেহারকে এবার পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা ফের একবার কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করেছেন।…

কংগ্রেসের (Congress) ইস্তেহারকে এবার পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা ফের একবার কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করেছেন। তিনি বলেন, ‘কংগ্রেসের ইস্তেহার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তারা পাকিস্তানে নির্বাচনে জিততে চাইছেন। এই ইস্তেহারটি পাকিস্তানের জনগণের জন্য বেশি, ভারতের জনগণের জন্য কম বলে মনে হচ্ছে।’

এদিকে লোকসভা ভোটের মুখে কংগ্রেসের ইস্তেহার নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা সর্বত্র শোরগোল ফেলে দিয়েছে। তিনি আরও বলেন, ‘কংগ্রেস এমন একটি ইস্তাহার তৈরি করেছে যা সাধারণ মানুষের কাছ থেকে সম্পদ কেড়ে নেবে এবং কংগ্রেস দেশের অর্থনীতিকে ধ্বংস করবে। আমরা কংগ্রেসের ইস্তেহারকে সবচেয়ে সঠিক উপায়ে ব্যাখ্যা করেছি। আমি তাদের চ্যালেঞ্জ করব যে তারা একটি প্রকাশ্য বিতর্কে আসুন এবং দেখান যে এই ইশতেহারটি তোষণ ছাড়া আর কিছুই নয়। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, দেশের সম্পদের ওপর সবার অধিকার রয়েছে। কেন তারা বলেছে যে দেশের সম্পদের উপর একটি বিশেষ সম্প্রদায়ের প্রথম অধিকার রয়েছে, তার ব্যাখ্যা কংগ্রেসকেই দিতে হবে। রাহুল গান্ধী ‘পাপ্পু’র জন্য সেরা প্রার্থী। ‘