ওড়িশা এফসির বিরুদ্ধে আজকের ম্যাচে অ্যান্টোনিও লোপেজ হাবাসের স্ট্র্যাটেজি কী হতে পারে সে ব্যাপারে ফুটবল প্রেমীদের মধ্যে কৌতুহল রয়েছে। ভালো ব্যাপার হল, সেমিফানালে প্রায় সম্পূর্ণ ফিট স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সুস্থ সাহাল আব্দুল সামাদ।
চলতি মরসুমের শুরুর দিকে সাহাল আব্দুল সামাদ দ্রুত নজর কেড়েছিলেন। পরের দিকে চোটের কারণে সমস্যায় পড়েছেন একাধিকবার। মাঝমাঠে ডায়নামিক ফুটবল খেলার ব্যাপারে সুনাম রয়েছে তাঁর। সাহাল না থাকায় বদলি ফুটবলার হিসেবে মাথা খাটাতে হয়েছে হাবাসকে। অনিরুধ থাপা-ও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। যদিও জরুরি সময়ে মাঠে নেমে দলের জয়ের পিছনে অবদান রাখতে পেরেছেন থাপা।
ফিট সাহাল আব্দুল সামাদকে কি ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথম লেগের সেমিফাইনালে মাঠে নামাবেন মোহনবাগান বাগান সুপার জায়ান্ট প্রশিক্ষক? বাগান সমর্থকদের মধ্যে রয়েছে এই প্রশ্ন। সাহাল সম্পূর্ণ ফিট বলেই জানা গিয়েছে। অনুশীলনে দেখিয়েছে চনমনে। ওড়িশায় গিয়েছেন দলের সঙ্গে। সেখানেও করেছেন অনুশীলন।
সাহালকে ছাড়াও মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে। সাহালকে প্রথম একাদশে রাখলে কাকে প্রথম একাদশের বাইরে রাখবেন হাবাস? অভিষেক সূর্যবংশী ভালো খেলছেন। দীপক টাংরিকে দরকার অনুযায়ী কাজে লাগাচ্ছেন কোচ। জনি কাউকো চোট কাটিয়ে মাঠে নেমেই নিজের গুরুত্ব বুঝিয়েছেন। পরিবর্ত ফুটবলার হিসেবে অনিরুধ থাপাকেও মাঠে নামাচ্ছেন হাবাস? তাহলে সাহাল খেলবেন কার জায়গায়? উইনিং কম্বিনেশ ভেঙে সাহালকে মাঠে নামালে সেটা হতে পারে চমক।