Murshidabad:অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ, আহত ১১ শিশু

একটি অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে ১১জন শিশু আহত হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, একটি…

blast in murshidabad

একটি অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে ১১জন শিশু আহত হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, একটি অনুষ্ঠান বাড়িতে রান্না চলার সময় এই ঘটনা ঘটে। বিরাট শব্দে কেঁপে ওঠে এলাকা। ওই অনুষ্ঠানে থাকা লোকজন ছুটে এসে দেখে বেশ কয়েকজন শিশু ওই গ্যাস সিলিন্ডারের পাশে খেলা করছিল, তারাই মারাত্মক ভাবে জখম হয়েছে। তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের অন্যত্র পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকার আলতাব শেখের বাড়িতে নিমন্ত্রণ ছিল। কিন্তু হঠাৎই গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। রান্নার জায়গার পাশেই খেলা করছিল শিশুরা। পাশে থাকা ত্রিপলে ছড়িয়ে পড়ে আগুন। সেই আগুনের গুরুতর জখম হয় শিশুরা। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি প্রথমে কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে পাঁচজনের অবস্থা অবনতি হলে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কীভাবে এই বিস্ফোরণ ঘটল, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়। শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শেষ পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, চিকিৎসা চলছে আহত শিশুদের। এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ এবং দমকল।