Weather Update : বৃষ্টির আশঙ্কার সঙ্গে হাড় কাঁপছে বাংলার

বইছে হিমেল হাওয়া। সঙ্গে আকাশে মেঘের সামিয়ানা। রবিবার বৃষ্টিতে ভিজেছে বাংলা। সোমবার সকালেও আকাশের মতিগতি (Weather Update) মুখ ভার করেছে সাধারণের। জানুয়ারির বৃষ্টিতে অনেকেই বিরক্ত।…

Kolkata winter

বইছে হিমেল হাওয়া। সঙ্গে আকাশে মেঘের সামিয়ানা। রবিবার বৃষ্টিতে ভিজেছে বাংলা। সোমবার সকালেও আকাশের মতিগতি (Weather Update) মুখ ভার করেছে সাধারণের।

জানুয়ারির বৃষ্টিতে অনেকেই বিরক্ত। ভারতের উত্তরে পড়েছে বরফ। দেশের পশ্চিমে হুড়মুড়িয়ে নেমেছে তাপমাত্রার পারদ। সকালের দিকে ঘন কুয়াশা। আগামী সময়ে মেঘ কাটলেও আপাতত শীতের দাপট চলবে বলেই মনে করা হচ্ছে।

   

২৩ এবং ২৪ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল কেন্দ্রের আবহাওয়া দফতর। এই দুই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমে। শীত এবং বৃষ্টির কম্বিনেশন রবিবারের রাস্তায় বেরিয়েছিলেন তুলনামূলক কম সংখ্যক মানুষ। আজও শীতে কাঁপছে বাংলা।

সদ্য পাওয়া উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ঘন কুয়াশার আস্তরণ। দেশের উত্তর থেকে পূর্বে দাপট দেখাচ্ছে কুয়াশা৷ দৃশ্যমানতা গিয়েছে কমে। দিল্লি, মহারাষ্ট্র, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ডে ঘন কুয়াশার চাদর৷ পশ্চিমবঙ্গেও নেমেছে কুয়াশা৷

আগামী কয়েক দিন দেশের একাধিক রাজ্যে জারি করা হয়েছে শৈত্য প্রবাহের সতর্কবার্তা৷ বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে উত্তর প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা- সহ দেশের মধ্য অংশে। টের পাবে বাংলাও।